২০১৩ সালে শৈশবের ক্লাব সান্তোস ছেড়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। এরপর আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি এবং উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের সঙ্গে এক দারুণ আক্রমণভাগ তৈরি করেছিলেন। একে অপরের সঙ্গে খেলে তারা বার্সেলোনাকে এনে দিয়েছিলেন অগণিত শিরোপা— চ্যাম্পিয়নস লিগ, সুপার কোপা ডি এস্পানা, কোপা দেল রে, ফিফা ক্লাব বিশ্বকাপসহ একাধিক ট্রফি। তিনজনের এ অবিশ্বাস্য জুটি বার্সেলোনার ইতিহাসে অন্যতম সেরা আক্রমণভাগ হিসেবে চিহ্নিত হয়।
তবে হঠাৎ করেই ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যান। ২২২ মিলিয়ন ইউরো রেকর্ড মূল্যে ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই ফুটবলবিশ্বে নানা প্রশ্ন ওঠে। কেন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমালেন এই ব্রাজিলিয়ান তারকা? কিলিয়ান এমবাপ্পে এবং নেইমারের মধ্যে ড্রেসিং রুমের দূরত্বও পিএসজির পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলে।
নেইমারের পিএসজিতে যাওয়ার সিদ্ধান্তের মূল কারণ হিসেবে এক সময় তার বাবা এবং এজেন্ট নেইমার সিনিয়র সম্প্রতি বলেন, “কাতালোনিয়াতে তখন ক্লাবের আর্থিক সংকট চলছিল, ম্যানেজমেন্টের কী উদ্দেশ্য ছিল, তা বুঝতে পারছিলাম না। আমরা চেষ্টা করেছি, কিন্তু নেইমার ছিল দৃঢ়প্রতিজ্ঞ যে সে বার্সা ছেড়ে যাবে।”
নেইমার সিনিয়র আরও জানান, বার্সার বর্তমান পরিস্থিতি তাকে উদ্বিগ্ন করে তুলেছিল। তিনি জানতেন, “মেসি এবং সুয়ারেজের সঙ্গে নতুন করে জুটি বাঁধা, আর বার্সেলোনা তাদের ধরে রাখতে পারবে না।” এমনকি রিয়াল মাদ্রিদও নেইমারকে দলে ভেড়াতে আগ্রহী ছিল এবং বার্সার চেয়ে তিনগুণ বেশি মূল্য দিতে চেয়েছিল। তবে নেইমার, মেসি এবং সুয়ারেজের সঙ্গে একত্রে খেলার স্বপ্ন পূরণের জন্য পিএসজিতে যোগ দিতে রাজি হন।
২০১৭ সালে নেইমারের এই সিদ্ধান্ত ফুটবলপ্রেমীদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করলেও ২০২১ সালে, পিএসজিতে মেসি এবং নেইমারের পুনর্মিলন ঘটে। তবে সুয়ারেজ সেই সময়ে পিএসজিতে যোগ না দেওয়ায় নেইমারের ‘তিন তারকার জুটি’ এর স্বপ্ন পূর্ণ হয়নি।
ফুটবল ইতিহাসে নেইমার, মেসি ও সুয়ারেজের সেই সোনালী সময় এখনো স্মরণীয়। তবে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার এই দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত ফুটবলপ্রেমীদের জন্য একটি অমীমাংসিত অধ্যায় হয়ে রয়ে গেছে।