1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রাজধানীর হাজারীবাগে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে সোনা ও টাকা ছিনতাই - RT BD NEWS
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিতে ক্রয় কমিটির অনুমোদন বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয় নিশ্চিত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বিএসএফ খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে পুশইন মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ ব্যয়ে বরাদ্দ পেতে সাত শর্ত কাশ্মীরে হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, নিহত বহু পুলিশের মামলায় গণগ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য গ্রাম ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরী উদ্ধারে গিয়ে হামলার শিকার যশোরের ৩ পুলিশ সদস্য প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার আমরণ অনশন

রাজধানীর হাজারীবাগে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে সোনা ও টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ছিনতাইয়ের-প্রতিকি-ছবি

রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক স্বর্ণ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাঁর কাছ থেকে প্রায় ৭০ ভরি সোনা এবং চার লাখ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আহত স্বর্ণ ব্যবসায়ী সজল রাজবংশী (৩৭) কামরাঙ্গীরচর এলাকার ইতি জুয়েলার্সের মালিক। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

সজল রাজবংশীর ছোট ভাই জয় রাজবংশী জানান, বৃহস্পতিবার রাতে জুয়েলারি দোকান বন্ধ করে সোনা ও নগদ টাকা একটি ব্যাগে নিয়ে মোটরসাইকেলে করে তিনি জেলেপাড়ার বাসায় ফিরছিলেন। পথে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাঁর পথরোধ করেন।

দুর্বৃত্তরা হেলমেট পরা অবস্থায় ছিলেন। প্রথমে তাঁরা ফাঁকা গুলি করেন। এরপর সজল রাজবংশীর বাঁ পায়ে গুলি করে তাঁর কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেন।

গুরুতর আহত সজল রাজবংশীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ সজল রাজবংশীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং দুর্বৃত্তদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে।

সজল রাজবংশীর পরিবার জানিয়েছে, তাঁরা এ ঘটনায় শঙ্কিত। ব্যবসায়ী হিসেবে তাঁরা প্রায়ই বড় অঙ্কের সোনা ও টাকা বহন করেন, যা তাঁদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এই ছিনতাইয়ের ঘটনা ঢাকার নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছে। দুর্বৃত্তদের এমন হামলায় স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপে দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট