1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক এমপি জ্যাকবের রিমান্ড মঞ্জুর

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক এমপি জ্যাকবের রিমান্ড

পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিন এবং ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

গার্মেন্টসকর্মী ফজলুল করিম গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন। পরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তার ভাই উত্তরা পূর্ব থানায় ৪০ জনের নামে মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়।

গত ২০ জুলাই রূপনগর এলাকায় ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার চাচাতো ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় মামলা করেন। সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব এই মামলার ১২২ নম্বর এজাহারভুক্ত আসামি।

মামলার তদন্ত কর্মকর্তারা আনিসুল হক ও জ্যাকবের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন, যা রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। শুনানি শেষে আদালত আনিসুল হকের পাঁচ দিন এবং জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১ অক্টোবর আব্দুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সেদিনই তাকে হত্যাচেষ্টা মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট