1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
আইএমএফ প্রতিনিধি দল ঢাকায় আসছে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পর্যালোচনায় - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহা ২০২৫: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০টি ডাকাতি ঘটনায় ভয়াবহ পরিস্থিতি গণতান্ত্রিক সংস্কার ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার সময় এখনই কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতের নির্দেশ প্রধান উপদেষ্টার অপতথ্য ও গুজব সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে: মাহফুজ আলম ফতুল্লায় অনুমতি ছাড়াই মেলার নামে জুয়া ও মাদকের আসর জামালপুরে ধানে ব্লাস্ট রোগ: বিআর-২৮ ও ২৯ জাতের ধান ক্ষতির মুখে এপ্রিল ২০২৫-এ রেমিট্যান্সে বড় উল্লম্ফন: এসেছে ২৭৫ কোটি ডলার

আইএমএফ প্রতিনিধি দল ঢাকায় আসছে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পর্যালোচনায়

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে সংশ্লিষ্ট শর্তাবলি পর্যালোচনার উদ্দেশ্যে ঢাকায় আসছে।

শনিবার, ৫ এপ্রিল প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছাবে। সফরের শুরুতেই, রোববার সকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠকে অংশ নেবে তারা। দুই সপ্তাহব্যাপী এ সফরে আইএমএফ প্রতিনিধি দল সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সফরে যেসব সরকারি সংস্থার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে, তার মধ্যে রয়েছে—অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এসব বৈঠকে আইএমএফ দল মূলত ঋণচুক্তির আওতায় নির্ধারিত সংস্কারমূলক পদক্ষেপ ও আর্থিক শৃঙ্খলা সংক্রান্ত শর্তাবলি বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করবে। এতে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ, আর্থিক নীতিমালা, রাজস্ব আয় এবং খাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সফরের শেষ দিন, ১৭ এপ্রিল আইএমএফ প্রতিনিধি দল একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করবে। একই দিন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আরেক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে সফরের সার্বিক ফলাফল ও পর্যবেক্ষণ তুলে ধরা হবে।

এই সফর সফল হলে, আইএমএফ ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের বিষয়ে সবুজ সংকেত দিতে পারে, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীলতা ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট