1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

‘আয়নাঘর’ গণমাধ্যমের জন্য উন্মুক্ত করছে অন্তর্বর্তী সরকার

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
আয়না-ঘর

বিগত আওয়ামী সরকারের আমলের বিতর্কিত ‘টর্চার সেল’ হিসেবে পরিচিত ‘আয়নাঘর’ সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাচ্ছে গণমাধ্যম। অন্তর্বর্তীকালীন সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। রোববার (৫ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

তিনি বলেন, ‘আয়নাঘরে’ গণমাধ্যমকর্মীদের পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে। সেখানে গিয়ে গণমাধ্যমকর্মীরা দেখতে পাবেন কীভাবে বিগত সরকার নিরীহ মানুষকে দিনের পর দিন আটকে রেখে অত্যাচার করেছিল।

ব্রিফিংয়ে শফিকুল আলম আরও বলেন, বন্দিদের অনেকেই ‘আয়নাঘরে’ দিনের পর দিন আটক থাকার কথা বন্দিশালার দেয়ালে লিখে রেখেছেন।

তিনি বলেন, “গণমাধ্যমকর্মীরা যখন সেখানে যাবেন, তখন তারা নিজের চোখে দেখতে পাবেন কী ধরনের শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো। আমরা চাই, জনগণের সামনে সত্য উদ্‌ঘাটিত হোক।”

অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের মাধ্যমে বিগত সরকারের অপকর্ম ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশ করতে চায়। তাই ‘আয়নাঘর’ গণমাধ্যমকর্মীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিগত সরকারের নির্যাতনের শিকার পরিবারের সদস্যরাও চাইলে এই টর্চার সেল পরিদর্শন করতে পারবেন। এতে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

‘আয়নাঘর’ নামে পরিচিত এই টর্চার সেলটি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক বিরোধীদের আটক করে নির্যাতনের জন্য ব্যবহৃত হতো বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, সেখানে গোপন কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।

অনেক বন্দি দিনের পর দিন নির্যাতন সহ্য করেছেন, কেউ কেউ নিখোঁজ হয়ে যান, আবার কেউ কেউ কারাগার থেকে মুক্তি পাওয়ার পরও গুরুতর শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন।

বিগত সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক মহলেরও নজরে এসেছে। এর আগে কয়েকটি মানবাধিকার সংগঠন ও বিদেশি কূটনীতিকরা এই ‘আয়নাঘর’ নিয়ে তদন্তের দাবি জানিয়েছিলেন।

প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, “আমরা চাই জনগণ সত্য জানুক। গণমাধ্যমের মাধ্যমে আয়নাঘরের ভেতরের বাস্তব চিত্র জনগণের সামনে আসবে। এতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পরিষ্কার হবে।”

গণমাধ্যমকর্মীদের জন্য নির্দিষ্ট তারিখ ও সময়সূচি শিগগিরই জানানো হবে। এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট