1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, আধুনিকায়নের পথে বড় অর্জন দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন ঐতিহাসিক দেবীগঞ্জ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

গণ অধিকার পরিষদের নেতার ওপর হামলার নিন্দা জাতীয় নাগরিক কমিটির

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
জাতীয় নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা এ হামলাকে ‘অপরাজনৈতিক তৎপরতার বহিঃপ্রকাশ’ হিসেবে উল্লেখ করে হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

গত শনিবার বিকেলে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক দলের কর্মসূচিতে ফারুক হাসানের ওপর হামলা হয়। এই হামলাকে ‘পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত ও ব্যবস্থার তাঁবেদার শক্তির উগ্র আস্ফালন’ হিসেবে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

সংগঠনটির সহমুখপাত্র সালেহউদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হোক।” তারা আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

এছাড়া, তারা ফারুক হাসানের সুস্থতা কামনা করেছেন এবং হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট