জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা এ হামলাকে ‘অপরাজনৈতিক তৎপরতার বহিঃপ্রকাশ’ হিসেবে উল্লেখ করে হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
গত শনিবার বিকেলে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক দলের কর্মসূচিতে ফারুক হাসানের ওপর হামলা হয়। এই হামলাকে ‘পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত ও ব্যবস্থার তাঁবেদার শক্তির উগ্র আস্ফালন’ হিসেবে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
সংগঠনটির সহমুখপাত্র সালেহউদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হোক।” তারা আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
এছাড়া, তারা ফারুক হাসানের সুস্থতা কামনা করেছেন এবং হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন।