1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই আন্দোলনে রাজপথে ছিলেন বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা দিঘলিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, দোয়া মাহফিল ও মিছিল অনুষ্ঠিত কাহারোলে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে বিজয় মিছিল ও আলোচনা সভা দিঘলিয়ায় ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও পথসভা পিরোজপুরে মাসুদ সাঈদীর নেতৃত্বে জাতীয় মুক্তি দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর নিয়মিত অভিযান সাজাপ্রাপ্ত পলাতক সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার এশিয়া কাপ ২০২৫: ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বিসিবি ঝিনাইদহে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন, পরিবেশ রক্ষায় সচেতনতামূলক র‍্যালি

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
ঘন-কুয়াশায়-ফেরি-চলাচল-বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, যা যানবাহন পারাপারে চরম ভোগান্তি সৃষ্টি করেছে। শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে দ্বিতীয় দফায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

জেলা পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে কুয়াশার তীব্রতা কমে আসায় ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়। তবে মাত্র ২০ মিনিট চলাচল স্বাভাবিক থাকার পর সকাল ৬টা ৩০ মিনিট থেকে আবারও ফেরি চলাচল বন্ধ করা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক ছোট-বড় যানবাহন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরি চলাচল শুরু হলে সিরিয়াল অনুযায়ী এসব যানবাহন পারাপার করা হবে।

এর আগে, বুধবার (১১ ডিসেম্বর) মধ্যরাত থেকেই কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ২টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান ছিল না। রাত ৩টার দিকে দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে।

বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। তবে শুক্রবার সকালে ফের ঘন কুয়াশার কারণে পরিস্থিতি আবারও জটিল হয়ে ওঠে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। দুর্ঘটনা এড়াতে এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট