ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, যা যানবাহন পারাপারে চরম ভোগান্তি সৃষ্টি করেছে। শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে দ্বিতীয় দফায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
জেলা পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে কুয়াশার তীব্রতা কমে আসায় ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়। তবে মাত্র ২০ মিনিট চলাচল স্বাভাবিক থাকার পর সকাল ৬টা ৩০ মিনিট থেকে আবারও ফেরি চলাচল বন্ধ করা হয়।
ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক ছোট-বড় যানবাহন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরি চলাচল শুরু হলে সিরিয়াল অনুযায়ী এসব যানবাহন পারাপার করা হবে।
এর আগে, বুধবার (১১ ডিসেম্বর) মধ্যরাত থেকেই কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ২টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান ছিল না। রাত ৩টার দিকে দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে।
বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। তবে শুক্রবার সকালে ফের ঘন কুয়াশার কারণে পরিস্থিতি আবারও জটিল হয়ে ওঠে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। দুর্ঘটনা এড়াতে এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।