
পিরোজপুরের জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্র (৫২) ও সহকারী শিক্ষক অসীম কুমারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন—“শিক্ষকদের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই”, “শিক্ষকদের উপর হামলার বিচার চাই”, “শিক্ষা খাত বাঁচাতে হলে শিক্ষকদের নিরাপত্তা দিতে হবে” ইত্যাদি। পরে অনুষ্ঠিত মানববন্ধনে তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান।
শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষক সমাজের উপর হামলা শিক্ষা ব্যবস্থার উপর আঘাতের শামিল। ভবিষ্যতে যেন কোনো শিক্ষকের উপর এমন বর্বরোচিত হামলার ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বিদ্যালয়ের কাজ শেষ করে প্রধান শিক্ষক বিপুল মৈত্র ও সহকারী শিক্ষক অসীম কুমার মোটরসাইকেলে করে পিরোজপুর ফেরার পথে ঝরঝরিতলা এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি হাঁতুড়ি দিয়ে পিটিয়ে বিপুল মৈত্রের দুই পা ও ডান হাত ভেঙে দেয় এবং অসীম কুমারকে মারাত্মকভাবে আহত করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরদিনই সন্দেহভাজন হিসেবে বিএনপি নেতা সরদার কামরুজ্জামান চাঁনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।