1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় বনানী থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রানা আহম্মেদ গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেবে না সংযুক্ত আরব আমিরাত পিরোজপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ককটেল বিস্ফোরণের পর রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে পিরোজপুরে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘কিং’: ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা এস আলমের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ক্যারিয়ারের ১০১তম শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’, নিহত ২ হিন্দু প্রেমিকার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৯দিন ধরে অনশন

পিরোজপুরে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরে প্রধান শিক্ষক বিপুল মৈত্র ও সহকারী শিক্ষক অসীম কুমারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। তারা হামলাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

পিরোজপুরের জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্র (৫২) ও সহকারী শিক্ষক অসীম কুমারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন—“শিক্ষকদের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই”, “শিক্ষকদের উপর হামলার বিচার চাই”, “শিক্ষা খাত বাঁচাতে হলে শিক্ষকদের নিরাপত্তা দিতে হবে” ইত্যাদি। পরে অনুষ্ঠিত মানববন্ধনে তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান।

শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষক সমাজের উপর হামলা শিক্ষা ব্যবস্থার উপর আঘাতের শামিল। ভবিষ্যতে যেন কোনো শিক্ষকের উপর এমন বর্বরোচিত হামলার ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বিদ্যালয়ের কাজ শেষ করে প্রধান শিক্ষক বিপুল মৈত্র ও সহকারী শিক্ষক অসীম কুমার মোটরসাইকেলে করে পিরোজপুর ফেরার পথে ঝরঝরিতলা এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি হাঁতুড়ি দিয়ে পিটিয়ে বিপুল মৈত্রের দুই পা ও ডান হাত ভেঙে দেয় এবং অসীম কুমারকে মারাত্মকভাবে আহত করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরদিনই সন্দেহভাজন হিসেবে বিএনপি নেতা সরদার কামরুজ্জামান চাঁনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট