1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
চীন-ভিত্তিক ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০টি ডাকাতি ঘটনায় ভয়াবহ পরিস্থিতি গণতান্ত্রিক সংস্কার ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার সময় এখনই কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতের নির্দেশ প্রধান উপদেষ্টার অপতথ্য ও গুজব সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে: মাহফুজ আলম ফতুল্লায় অনুমতি ছাড়াই মেলার নামে জুয়া ও মাদকের আসর জামালপুরে ধানে ব্লাস্ট রোগ: বিআর-২৮ ও ২৯ জাতের ধান ক্ষতির মুখে এপ্রিল ২০২৫-এ রেমিট্যান্সে বড় উল্লম্ফন: এসেছে ২৭৫ কোটি ডলার মুজিবনগর সীমান্তে ১০ বাংলাদেশি আটক সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে ভাঙচুর অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে ২য় বারের মতো জয়ী অ্যান্থনি আলবানিজ

চীন-ভিত্তিক ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
চীন-ভিত্তিক ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

যুক্তরাষ্ট্রের নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে চীন-ভিত্তিক ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

রবিবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এই তথ্য জানা গেছে।

একটি ‘খোলা চিঠি’তে বিডা চেয়ারম্যান বলেন, “চীন-ভিত্তিক ব্যবসায়ী, যারা উৎপাদন কেন্দ্র স্থানান্তর বা বৈচিত্র্য আনতে আগ্রহী, তাদের জন্য বাংলাদেশ সম্ভাবনাময় গন্তব্য হয়ে উঠতে প্রস্তুত।”

সিঙ্গাপুরের বহুজাতিক প্রতিষ্ঠান দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) সাবেক সিনিয়র ব্যাংকার আশিক চৌধুরী আরও উল্লেখ করেন, “মার্কিন নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে চীন-ভিত্তিক ব্যবসায়ীদের জন্য শুল্ক ও শুল্ক হার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটে আমরা চীনের বিনিয়োগকারী বন্ধুদের আহ্বান জানাই। পরিবর্তিত পরিস্থিতিতে তাদের সমর্থন জানাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

বিডা চেয়ারম্যান জানান, বাংলাদেশ গার্মেন্টস, ইলেকট্রনিক্স, সোলার ভ্যালু চেইন এবং অটোমোটিভ শিল্পে উল্লেখযোগ্য সম্ভাবনা দেখতে পাচ্ছে। “আমরা বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় প্রণোদনা কর্মসূচি এবং সুবিধাসহ বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ,” যোগ করেন তিনি।

গত মাসে বহুজাতিক এবং স্থানীয় কোম্পানির অন্তত ২০০ জন প্রধান নির্বাহীর সঙ্গে দেখা করেছেন আশিক চৌধুরী। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে চীন-ভিত্তিক ব্যবসায়ীদের কাছ থেকে তাদের ঝুঁকি হ্রাস এবং উৎপাদন বৈচিত্র্যকরণের ব্যাপারে ব্যাপক আগ্রহের কথা জানতে পেরেছি।”

চীন বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার এবং ২০২২ সালে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) বৃহত্তম উৎস হিসেবে আবির্ভূত হয়েছে। নতুন মার্কিন প্রশাসনের অধীনে এই প্রবণতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আশিক চৌধুরী।

ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর বৈশ্বিক রাজনৈতিক ল্যান্ডস্কেপে চীনা ব্যবসায়ীদের আঞ্চলিক সম্প্রসারণের প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আশিক চৌধুরী বলেন, “বিনিয়োগ ব্যাংকার হিসেবে গত এক দশক ধরে চীনা ব্যবসায়ীদের আঞ্চলিক সম্প্রসারণ আমি পর্যবেক্ষণ করে আসছি। তাদের সমর্থন জানানোর সৌভাগ্য আমার হয়েছে। এই বিনিয়োগকারীদের জন্য প্রতিশ্রুতিসহ ‘স্বাগত’ জানাতে বাংলাদেশ প্রস্তুত।” তিনি আরও বলেন, “বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে এটাই আমার প্রতিশ্রুতি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট