1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতীয় রাজস্ব বোর্ড পুতুলের সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
সায়মা ওয়াজেদ পুতুল

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে। সোমবার এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

২০১৬ এবং ২০২৩ সালে এনবিআরের পৃথক প্রজ্ঞাপনে সূচনা ফাউন্ডেশনকে আয়কর মওকুফ করা হয়েছিল। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি যে কোনো দান বা অনুদান গ্রহণের ক্ষেত্রেও আয়কর ছাড়ের সুবিধা পেয়ে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে সংস্থাটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ২৫ নভেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী, ফাউন্ডেশনের পরিচালিত সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত রাখা হয়।

২০১৪ সালে প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন মূলত মানসিক প্রতিবন্ধী, স্নায়ুবিক প্রতিবন্ধী, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যাযুক্ত ব্যক্তিদের উন্নয়নে কাজ করে। এটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছিল। সায়মা ওয়াজেদ ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন।

সূচনা ফাউন্ডেশনের বিরুদ্ধে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সংস্থাটির আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন উঠেছে। এনবিআরের কর অব্যাহতি সুবিধা বাতিলের সিদ্ধান্ত এ অভিযোগের ভিত্তিতেই নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এনবিআরের এই সিদ্ধান্তের পর সূচনা ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রম কীভাবে চলবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। ফাউন্ডেশনটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূচনা ফাউন্ডেশনের বিরুদ্ধে অভিযোগ ও এনবিআরের সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর আর্থিক ব্যবস্থাপনা ও জবাবদিহিতা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট