1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের চট্টগ্রামে বিক্ষোভ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত alleged গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এই বিক্ষোভে কড়া ভাষায় সরকারের সমালোচনা করেন নেতারা।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে। এই গণহত্যার বিচার এখনও হয়নি। সরকার বারবার দাবি উপেক্ষা করছে।”

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দ্রুত বিচার শুরু না হলে প্রয়োজনে যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।”

আবু হানিফ বলেন, “আওয়ামী লীগ বিগত ১৫ বছর ধরে গুম, খুন ও দমন-পীড়ন চালিয়ে আসছে। গণঅধিকার পরিষদ দীর্ঘদিন ধরে এই রাজনৈতিক সন্ত্রাসের বিচার দাবি করে আসছে। আমরা বারবার বলছি, গণহত্যাকারী দলকে নিষিদ্ধ করুন, বিচারকাজে গতি আনুন।”

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ বর্তমানে ফ্যাসিবাদী রূপ নিয়েছে। কিন্তু এখন বাস্তবতা হলো, আওয়ামী লীগের রাজনীতি মৃত। তারা ক্ষমতা হারিয়ে পালিয়ে ভারত আশ্রয় নিচ্ছে।”

আবু হানিফ বলেন, “বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের সুযোগ এসেছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে পাওয়া এই সুযোগ যেন নষ্ট না হয়। তাই রাজনৈতিক সংস্কার করে ফ্যাসিবাদের পথে ফেরার সব রাস্তা বন্ধ করতে হবে।”

তিনি দেশের জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “এই দেশের মালিক জনগণ। গণঅধিকার পরিষদ ইতিবাচক রাজনীতির মাধ্যমে জনগণের প্রকৃত মালিকানা নিশ্চিত করতে কাজ করে যাবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট