1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ঝিনাইদহে দিন দুপুরে শহর থেকে ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর - RT BD NEWS
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিতে ক্রয় কমিটির অনুমোদন বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয় নিশ্চিত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বিএসএফ খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে পুশইন মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ ব্যয়ে বরাদ্দ পেতে সাত শর্ত কাশ্মীরে হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, নিহত বহু পুলিশের মামলায় গণগ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য গ্রাম ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরী উদ্ধারে গিয়ে হামলার শিকার যশোরের ৩ পুলিশ সদস্য প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার আমরণ অনশন

ঝিনাইদহে দিন দুপুরে শহর থেকে ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

প্রকাশ্যে দিবালোকে ঝিনাইদহের কালীগঞ্জে আইনুদ্দিন নামে এক পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে জোরপূর্বক তুলে নিয়ে মারপিট করেছে দূর্বত্তরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের নলডাঙ্গা রোড থেকে দুটি মটরসাইকেলে দূর্বত্তরা তাকে তুলে নিয়ে একটি মাঠের মধ্যে নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষনিক পরিবারের পক্ষ থেকে থানায় অবহিত করাতে পুলিশি তৎপরতায় দূর্বত্তরা ব্যবসায়ীকে ছেড়ে দেয়। পরে আহত ব্যবসায়ীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। কালীগঞ্জ শহরের (ঢাকা রোডে) পশু হাসপাতালের সন্মুখে নারিশ পোল্ট্রি ফিডের কালীগঞ্জের পরিবেশক ব্যবসায়ী আইনুদ্দিন সাংবাদিকদের জানায়, কালীগঞ্জের কিছু ব্যাক্তি আগেরদিন তার কাছে ১০ হাজার পিচ নারিশের মুরগির বাচ্চা চাই। এ বিষয়টি নিয়ে তাদের সাথে কিছুটা মতবিরোধও হয়। মঙ্গলবার দুপুরে আইনুদ্দিন নলডাঙ্গা সড়কে গেলে কতিপয় ব্যাক্তি তাকে জোরপূর্বক ধরে গুন্জবাড়ি নামক নির্জন শ্বশানে নিয়ে যায়। দূর্বত্তরা তাকে মারপিট করে। এর ঘন্টা পর তাকে ছেড়ে দিয়ে একটি ইজিবাইকে তুলে দেয়। পুলিশ ও পরিবারের লোকজন আইনুদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা এখন শংকামুক্ত।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, কতিপয় ব্যাক্তি এক ব্যাবসায়ীকে তুলে নিয়ে গেছে এমন মৌখিক অভিযোগ পেয়েই পুলিশ তৎপরতা শুরু করেন। কিছু সময় পরই দূর্বত্তরা ওই ব্যাবসায়ীকে ছেড়ে দিলে হাসপাতালে ভর্তি হয়। তিনি হাসপাতালে গিয়ে ব্যাবসায়ীর সাথে কথা বলে খোঁজ খবর নিয়েছেন। তবে, পরিবারটি এখনো কোন লিখিত অভিযোগ না দিলেও ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট