1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য বাড়িয়ে ৯% ইনক্রিমেন্ট ঘোষণা - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য বাড়িয়ে ৯% ইনক্রিমেন্ট ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
পোশাক-খাতের-শ্রমিকদের

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য বার্ষিক ইনক্রিমেন্ট হিসেবে ৫% সাধারণ বৃদ্ধির সঙ্গে অতিরিক্ত ৪% বাড়তি বেতন ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রমিকরা চলতি ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে এই বাড়তি মজুরি পাবেন বলে নিশ্চিত করেছেন শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রম উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, “সামগ্রিক বিষয় বিবেচনা করে পোশাক শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট ৯% বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৫% ন্যূনতম মজুরি বোর্ডের নিয়মিত সিদ্ধান্ত অনুযায়ী, আর অতিরিক্ত ৪% বাড়তি ইনক্রিমেন্ট দিতে মালিক এবং শ্রমিকপক্ষ একমত হয়েছে।”

তিনি আরও জানান, যেসব শ্রমিকদের ডিসেম্বর মাসে বাৎসরিক ইনক্রিমেন্ট হওয়ার কথা, তারা এই পুরো ৯% বাড়তি মজুরি পাবেন। আর যাদের ডিসেম্বরে ইনক্রিমেন্ট হওয়ার কথা নয়, তারা শুধু ৪% বাড়তি বেতন পাবেন। নতুন মজুরি কাঠামো ঘোষণার আগ পর্যন্ত এই বৃদ্ধি কার্যকর থাকবে।

ড. সাখাওয়াত হোসেন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, “শুধু অভ্যন্তরীণ নয়, দেশের বাইরে থেকেও তৈরি পোশাক শিল্প নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। অনেক শ্রমিক না বুঝে আন্দোলন করছে এবং অনেক জায়গা থেকে উস্কানিও আসছে। শ্রমিকদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কর্মস্থলে ফিরে উৎপাদন বজায় রাখতে হবে।”

শ্রম সচিব এ এইচ এম শফিকুজ্জামান জানান, গত সেপ্টেম্বরে সরকার, মালিক ও শ্রমিকপক্ষ মিলে তৈরি পোশাক খাতের শ্রমমান উন্নয়নে ১৮ দফা কর্মসূচি নির্ধারণ করেছিল। এর মধ্যে বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। এই সিদ্ধান্ত বাস্তবায়নে গঠিত কমিটি নির্ধারিত সময়ের চেয়ে ১৫ দিন বেশি নিয়ে সুপারিশ জমা দেয়।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বলেন, “পাঁচটি বৈঠকের পর এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে। আমি শ্রমিকদের কাজে ফিরে উৎপাদন বজায় রাখা এবং দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রে পা না দেওয়ার আহ্বান জানাই।”

শ্রম মন্ত্রণালয় ও শ্রমিক নেতারা একমত যে, এই পদক্ষেপ শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। তবে একইসঙ্গে তারা শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যাতে কোনো ষড়যন্ত্র শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত না করে।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। শ্রমিকদের জন্য এই বাড়তি ইনক্রিমেন্ট তাদের কাজের প্রতি উৎসাহ জোগাবে এবং শিল্পের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট