ডিজিটাল পেমেন্টে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে ভিসা ও ব্র্যাক ব্যাংক পিএলসি যৌথভাবে দেশের প্রথম মেডিকেল ডেবিট কার্ড চালু করেছে। এই কার্ড বিদেশে চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য স্বাচ্ছন্দ্য এবং সহজলভ্যতা নিশ্চিত করবে।
২৩ ডিসেম্বর তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই কার্ড উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের প্রধান সাব্বির আহমেদ।
বাংলাদেশি নাগরিকদের আন্তর্জাতিক ব্যয়ের জন্য ১২ হাজার মার্কিন ডলার এবং চিকিৎসার জন্য অতিরিক্ত ১০ হাজার মার্কিন ডলারের বাৎসরিক কোটার সুবিধা রয়েছে। তবে চিকিৎসা ব্যয়ের ব্যবস্থাপনায় জটিলতা এড়াতে এই নতুন ডুয়েল কারেন্সি মেডিকেল ডেবিট কার্ড চালু করা হয়েছে।
সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে চিকিৎসা, থাকা ও খাওয়ার খরচ প্রদান। প্রিপেইড কার্ডের তুলনায় উন্নত সুবিধা।বিদেশে চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে ছাড় এবং বিশেষ অফার। বার্ষিক ট্রাভেল কোটা অক্ষত রেখে চিকিৎসা ব্যয় মেটানোর সুযোগ।
ভিসার প্রধান সাব্বির আহমেদ বলেন, “চিকিৎসা ভ্রমণ বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই কার্ড চালু করতে পেরে আমরা আনন্দিত। এটি বিদেশে চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করবে এবং চিকিৎসা ভ্রমণকে আরো সহজ করবে।”
ব্র্যাক ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহীয়ুল ইসলাম বলেন, “ভিসার সঙ্গে অংশীদারত্বে চালু করা এই কার্ড গ্রাহকদের মেডিকেল বিল পরিশোধে স্বাচ্ছন্দ্য আনবে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে চিকিৎসা ব্যয়ে বার্ষিক ট্রাভেল কোটা ক্ষতিগ্রস্ত না হয়।”
দেশে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড জনপ্রিয়তা পেলেও এই উদ্ভাবনী মেডিকেল ডেবিট কার্ড নতুন দিগন্তের সূচনা করবে। এটি বিদেশগামী রোগীদের চিকিৎসা ব্যয়ের ব্যবস্থাপনায় আরও স্বাচ্ছন্দ্য এবং আস্থার পরিবেশ সৃষ্টি করবে।
মেডিকেল ডেবিট কার্ডের বিষয়ে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ব্র্যাক ব্যাংক পিএলসির নিকটবর্তী শাখায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।