1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
নতুনত্বে ভরপুর ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ - RT BD NEWS
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় নারী চিকিৎসকে চেম্বার থেকে টেনে নিয়ে সড়কে মারধর বাংলাদেশে পুষ্টিহীনতায় ভুগছে কোটি শিশুরা: সংলাপে উদ্বেগ প্রকাশ বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে চরম ভোগান্তি, অভিযোগের পাহাড় যাত্রীদের ঈদুল আজহা ২০২৫: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০টি ডাকাতি ঘটনায় ভয়াবহ পরিস্থিতি গণতান্ত্রিক সংস্কার ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার সময় এখনই

নতুনত্বে ভরপুর ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা

আগামী ১ জানুয়ারি (বুধবার) থেকে শুরু হচ্ছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে মেলা উদ্বোধন হবে ১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায়। এবারের মেলায় দেশি-বিদেশি মিলে ৩২৭টি স্টল ও প্যাভিলিয়ন স্থান পেয়েছে। বাংলাদেশ ছাড়াও সাতটি ভিন্ন দেশের মোট ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যা মেলাকে আন্তর্জাতিক মাত্রা দিচ্ছে।

২০২৫ সালের বাণিজ্য মেলায় থাকছে বেশকিছু ব্যতিক্রমধর্মী আয়োজন। শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে শহীদ মুগ্ধ ও আবু সাঈদ কর্নার। তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী পণ্য প্রদর্শনের জন্য তৈরি হয়েছে তারুণ্যের প্যাভিলিয়ন। শিশুদের জন্য প্রযুক্তি নির্ভর বিনোদনের আয়োজন হিসেবে থাকছে প্রযুক্তি ভিত্তিক শিশু পার্ক।

এবারই প্রথমবারের মতো অনলাইনে টিকেট কাটার ব্যবস্থা রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের টিকেট মূল্য ৫০ টাকা, এবং ১২ বছরের নিচের শিশুদের জন্য ২৫ টাকা।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রথম আয়োজন করা হয় ১৯৯৫ সালে শেরেবাংলা নগরে। তবে ২০২১ সালে করোনা মহামারির কারণে মেলা অনুষ্ঠিত হয়নি। ২০২২ সাল থেকে পূর্বাচলের বিসিএফসিতে মেলা আয়োজন শুরু হয়। এবারের মেলায় স্টল, প্যাভিলিয়ন এবং রেস্টুরেন্ট স্পেসের ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে।

দেশি-বিদেশি পণ্যের পাশাপাশি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের মাধ্যমে বাণিজ্যমেলা দেশের অর্থনীতি এবং ব্যবসায়িক সম্প্রসারণে ভূমিকা রাখছে। দর্শনার্থীদের জন্য এটি বিনোদনের পাশাপাশি দেশের বিভিন্ন পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার একটি বড় সুযোগ।

বাণিজ্যমেলা শুধু পণ্যের প্রদর্শনী নয়, এটি দেশীয় ব্যবসায়িক সম্ভাবনা এবং উদ্যোক্তাদের উদ্ভাবন তুলে ধরার মঞ্চ। মেলার আকর্ষণীয় আয়োজন দর্শনার্থীদের মুগ্ধ করবে এবং নতুন বছরে সবার জন্য একটি ইতিবাচক বার্তা দেবে। সবার জন্য আমন্ত্রণ রইল মেলায় অংশ নিতে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট