1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাশিয়া-চীনের চ্যালেঞ্জ মোকাবেলায়, মার্কিন পারমাণবিক অস্ত্রাগার সেকেলে পিরোজপুরে মাল্টা চাষে বাম্পার ফলন, ব্যবসায় সম্ভাবনা ৩১ কোটি টাকা দিঘলিয়া বিএনপি’র নবনির্বাচিত অসুস্থ সাধারণ সম্পাদকের পাশে যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা

নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান: মিয়া গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

ভোলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে আয়োজিত জামায়াতে ইসলামীর কর্মীসভায় দলের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ছয় মাসের মধ্যে দেশের সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশে ২০১৮ এবং ২০২৪ সালের মতো প্রহসনের নির্বাচন আর হতে দেব না। দেশের জনগণ এমন একটি নির্বাচন চায়, যেখানে সবার অংশগ্রহণ থাকবে এবং তা অবাধ ও নিরপেক্ষ হবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল যে পরিস্থিতি, তা যেন পুনরায় না ঘটে, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।”

গোলাম পরওয়ার নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে অন্তত ৬-৭টি সরকারি প্রতিষ্ঠানের সংস্কারের প্রস্তাব দেন। তিনি বলেন, “নির্বাচিত সরকার ক্ষমতায় এসে পুরো দেশে প্রয়োজনীয় সংস্কার করবে। তবে তার আগে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া জরুরি।”

সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা জামায়াতের আমীর মুহাম্মদ জাকির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

সভায় বক্তারা জোর দিয়ে বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। তারা সরকারের প্রতি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর এই কর্মীসভা থেকে ছয় মাসের মধ্যে সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি তোলা হয়। তারা ফ্যাসিবাদ, ভোট জালিয়াতি এবং প্রহসনের নির্বাচন বন্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট