1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
নির্বাচনের জন্য মানুষ উদগ্রীব, ভোটাধিকারই গণতন্ত্রের মূল: আমীর খসরু - RT BD NEWS
শনিবার, ০৩ মে ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

নির্বাচনের জন্য মানুষ উদগ্রীব, ভোটাধিকারই গণতন্ত্রের মূল: আমীর খসরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত এবং ডিসেম্বরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন চায়। তিনি বলেন, “নির্বাচন হচ্ছে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ। এটি জনগণের মালিকানার বিষয়।”

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করে বাংলাদেশ জন অধিকার পার্টি ও বাম গণতান্ত্রিক ঐক্য। বাংলাদেশ জন অধিকার পার্টির সভাপতি ইসমাইল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল এবং বাম গণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বৈঠক-পরবর্তী আলোচনায় আমীর খসরু বলেন, “বাংলাদেশের মানুষ বোকা নয়। তারা সবকিছু পর্যবেক্ষণ করছে। এখন কারা গণতন্ত্র চায় আর কারা চায় না—এটি জনগণই ঠিক করবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র মানে জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই সংসদে যাবে, সরকার গঠন করবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের আগে, পরে—সংস্কার অব্যাহত থাকবে। দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কার প্রস্তাব দিয়েছে। তাহলে কোথায় ঐকমত্য হয়েছে সেটি জাতির সামনে প্রকাশ করে নির্বাচন দিন ঠিক করতে অসুবিধা কোথায়?”

তিনি উল্লেখ করেন, “ড. ইউনূসও বলেছেন, ঐকমত্যের ভিত্তিতেই সংস্কার হবে। তাহলে এখন প্রশ্ন হলো, ঐকমত্য কোথায়? সেটি প্রকাশ করে সবাই মিলে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া হোক।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট