1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে শান্তির জন্য কাজের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার উদ্বোধন উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬৮ কর্মকর্তা

নেছারাবাদে কলেজ ছাএীর বিয়ে ভেঙে যাওয়ার কষ্টে আত্মহত্যা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
Oplus_131072

পিরোজপুরের নেছারাবাদে জান্নাতুল ফেরদৌস ঐশী (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর বিয়ে ভেঙে যাওয়ার কষ্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। জান্নাতুল ফেরদৌস ঐশী উপজেলার আউরিয়া গ্রামের নার্সারি ব্যবসায়ী মোঃ জাহিদ হোসেনের মেয়ে। সে অকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় পাশ করে সদ্য কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার সদর ইউনিয়নের ৬নং আউরিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত এক মাস আগে নিহত জান্নাতুল ফেরদৌস ঐশীর বিয়ে ঠিক হয়েছিল। পাত্র পক্ষের কাছে নিহতের টপস ও টি শার্ট পরিহিত একাধিক ছবি মেসেঞ্জারের মাধ্যমে ছেলে পক্ষের কাছে পাঠালে পাত্র পক্ষ ওই বিয়ে ভেঙে দেয়। সেই কষ্ট ও অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহতের বাবা মো. জাহিদ হোসেন জানান, গত এক মাস আগে আমার মেয়ে ঐশীর বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের তারিখও পড়েছে,কিন্তু ছেলে পক্ষের কাছে একটি টপস ও টি শার্ট পরিহিত ছবি কেবা কাহারা পাঠিয়েছে জানিনা। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলের পক্ষ থেকে বিয়ে ভেঙ্গে দেওয়া হয়। এটা আমার মেয়ে সহ্য করতে না পেরে কাউকে কিছু না জানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সন্ধ্যার পূর্বেও স্থানীয় চাচা আইয়ুব আলীর দোকান থেকে আমার মেয়ে মোবাইলের জন্য এমবি কার্ড কিনে বাসায় এসে কারো সাথে যেন ফোনে অনেক কান্নাকাটি করেছে এটা শুনতে পেয়েছি।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তার জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মেয়েটি মারা যায়,পরে পুলিশ খবর পেয়ে লাশ থানায় নিয়ে গেছেন।

নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, খবর পেয়ে লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। রবিবার লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট