1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
পাকিস্তান থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাল জাহাজ এমভি সিবি - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ০২:২৯ অপরাহ্ন

পাকিস্তান থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাল জাহাজ এমভি সিবি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
চট্টগ্রাম সমুদ্র বন্দরে একটি বড় পাকিস্তানি পণ্যবাহী জাহাজ এসেছে
এআই জেনারেটেড প্রতীকী ছবি

পাকিস্তানের কাসিম বন্দর থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তানি পতাকাবাহী একটি জাহাজ। বুধবার (৫ মার্চ) চট্টগ্রাম বন্দর জেটিতে ভেড়ানো হয়েছে জাহাজটি, যার নাম এমভি সিবি।

খাদ্য অধিদপ্তর জানায়, পাকিস্তান থেকে জিটুজি ভিত্তিতে ৫০ হাজার টন আতপ চাল আমদানি করা হচ্ছে। এমভি সিবি জাহাজে প্রথম চালানে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল এসেছে। বাকি চালানও খুব শিগগির বন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।

শিপিং ব্যবসায়ীদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। তবে গত দেড় দশকে সরকারি চুক্তির আওতায় এই প্রথম চাল নিয়ে কোনো জাহাজ এসেছে। যদিও বেসরকারিভাবে দেশটি থেকে নিয়মিত চাল আমদানি করা হচ্ছে। সম্প্রতি দুই দেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি কনটেইনার জাহাজ চলাচল শুরু হয়েছে।

খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা জানান, পাকিস্তানের কাসিম বন্দর থেকে আসা এমভি সিবি চট্টগ্রাম বন্দরের সিসিটি-১ জেটিতে ভেড়ানো হয়েছে। নমুনা উত্তোলন ও পরীক্ষার কার্যক্রম শেষে জাহাজ থেকে চাল খালাস শুরু হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট