1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

পিরোজপুরে কেন্দ্রীয় কৃষকদল নেতার মুক্তির দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত

মো : নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বাংলাদেশ ‎জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সাংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুর জেলা কৃষক দলের আয়োজনে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পিরোজপুর জেলা শাখা কতৃক আয়োজিত এ মশাল মিছিলটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

‎ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকদল কেন্দ্রীয় সাংসদের সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লায়ন আকতার হোসেন সেন্টু। বিশেষ অতিথি ছিলেন জাসাস বরিশাল মহানগরের আহ্বায়ক মীর আদনান তুহিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত।

‎এসময় মিছিলের নেতৃত্ব দেন পিরোজপুর জেলা াকৃষকদলের সভাপতি নাছির আহম্মদ বাচ্চু ও সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ প্রমূখ।

‎বক্তারা তাদের বক্তব্যে বলেন, কৃষকদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে বিনাদোষে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কৃষকদলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ থাকবে বলে জানান তারা।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট