1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বড়লেখায় দেনমোহর নিয়ে বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা - RT BD NEWS
বুধবার, ০৭ মে ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরী উদ্ধারে গিয়ে হামলার শিকার যশোরের ৩ পুলিশ সদস্য প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার আমরণ অনশন কুষ্টিয়ায় নারী চিকিৎসকে চেম্বার থেকে টেনে নিয়ে সড়কে মারধর বাংলাদেশে পুষ্টিহীনতায় ভুগছে কোটি শিশুরা: সংলাপে উদ্বেগ প্রকাশ বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে চরম ভোগান্তি, অভিযোগের পাহাড় যাত্রীদের ঈদুল আজহা ২০২৫: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

বড়লেখায় দেনমোহর নিয়ে বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
বড়লেখা থানা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিয়ের দেনমোহর নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলের মধ্যে সংঘর্ষে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মামুন মিয়া (৬১), যিনি কলাজুরা গ্রামের স্থায়ী বাসিন্দা। এ ঘটনায় তাঁর ছেলে নোমান হোসেন (৩০) পলাতক রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নোমান হোসেনের সঙ্গে একই উপজেলার এক মেয়ের বিয়ের আয়োজন চলছিল। কিন্তু কন্যাপক্ষ যে দেনমোহরের পরিমাণ দাবি করেছিল, তা নিয়ে বাবা মামুন মিয়ার আপত্তি ছিল। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। ঘটনার দিন রাতে বিষয়টি নিয়ে তীব্র তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নোমান ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে বাবার গলায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় আত্মীয়স্বজন মামুন মিয়াকে দ্রুত বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কন্যাপক্ষের দাবিকৃত দেনমোহর নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ছেলের কুড়ালের আঘাতে ঘটনাস্থলেই বাবা নিহত হন।”

তিনি আরও জানান, ঘটনার পর থেকে নোমান পলাতক রয়েছেন। তাঁকে আটক করতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কেউ এ ঘটনায় লিখিত অভিযোগ দেয়নি।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা জানিয়েছেন, দেনমোহর নিয়ে এমন মর্মান্তিক ঘটনা আগে কখনো শোনা যায়নি।ওসি কাইয়ূম জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পলাতক নোমানকে দ্রুত আটক করে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট