1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম বেড়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা সকল নাগরিকের সমান অধিকারের দাবি মাসুদ সাঈদীর খুলনায় আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে অশ্রুসিক্ত শ্রদ্ধা পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন, ১ জনের দুই বছরের কারাদণ্ড আকু বিল পরিশোধে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশে পিরোজপুরে কৃষিক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বেঞ্চ ভাঙ্গারিতে বিক্রি ঝিনাইদহে জমি বিক্রির নামে ১৫ লাখ টাকা প্রতারণা, গৃহবধূ সর্বস্বান্ত

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫: ফ্যাশন ও স্টাইলের জমকালো আয়োজন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫ অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও জমকালো আয়োজনের মাধ্যমে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এই ফ্যাশন শোতে ফ্যাশনের ঐতিহ্য, উদ্ভাবনী ডিজাইন এবং টেকসই উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এপেক্স এই ফ্যাশন শোতে তাদের ঈদ ২০২৫-এর নতুন কালেকশন লঞ্চ করে এবং বিশেষভাবে ডিজাইন করা ম্যাভেরিক ব্র্যান্ডের পোশাকের নতুন লাইনও উন্মোচন করে।

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এর প্রধান পৃষ্ঠপোষক ছিল এপেক্স ফুটওয়্যার লিমিটেড। দেশ-বিদেশের ফ্যাশন উদ্যোক্তা, ক্রেতা এবং ফ্যাশনপ্রেমীদের একত্রিত করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। দেশবরেণ্য ব্র্যান্ডগুলো তাদের বিশেষ কালেকশন নিয়ে অংশগ্রহণ করে এই ফ্যাশন শোতে। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে ছিল, এপেক্স, বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এ জি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগেন্স, পিঙ্কি প্রমিস বাই নিতি, ডিজাইনার শৌমিন আফরিন।

শো-এর রেড কার্পেট মিট অ্যান্ড গ্রিট পর্ব শুরু হয় সন্ধ্যা ৬:৩০টায় এবং মূল ফ্যাশন শো শুরু হয় রাত ৭:৩০টায়। এপেক্সের জন্য শো-স্টপার হিসেবে হাজির হন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল এপেক্সের ঈদ ২০২৫ কালেকশন লঞ্চ করা। নতুন ডিজাইন ও স্টাইলের জুতা এবং পোশাক প্রদর্শিত হয়, যা দেশীয় ক্রেতাদের চাহিদা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

এপেক্সের বিভিন্ন সাব-ব্র্যান্ড যেমন মুচি, ভেনচুরিনি, ম্যাভেরিক তাদের নতুন ডিজাইন ও স্টাইলের জুতা প্রদর্শন করে।

রোজদিনের জন্য কমফোর্টেবল জুতা, পার্টি ও বিশেষ অনুষ্ঠানের জন্য স্টাইলিশ ডিজাইন, বাহারি ডিজাইনের মিউল স্যান্ডেল। বিভিন্ন স্টাইলের চামড়ার জুতা, অভিনব ডিজাইনের চামড়ার স্যান্ডেল, নজরকাড়া ফর্মাল জুতা। ছেলেদের শার্ট, টি-শার্ট, প্যান্ট, জ্যাকেটসহ অন্যান্য আধুনিক পোশাক।

এই ফ্যাশন শো-এর অন্যতম আকর্ষণ ছিল দেশের সেরা মডেলদের সম্মাননা প্রদান। সম্পূর্ণ শোটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহ-প্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি।

প্রধান স্পন্সর: এপেক্স, কো-হোস্ট: দ্য ডেইলি স্টার, লিগ্যাসি পার্টনার: বার্জার, কো-পার্টনার: মিতসুবিশি, সহযোগী পার্টনার: লেসার ট্রিট, স্ট্র্যাটেজিক পার্টনার: জেনিথ স্ট্র্যাটেজিস, মেকআপ পার্টনার: অরা বিউটি লাউঞ্জ।

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫ দেশীয় ফ্যাশন জগতের অন্যতম সেরা আয়োজন হিসেবে চিহ্নিত হয়েছে। এতে ফ্যাশন ও স্টাইলের নতুন মাত্রা যোগ হয়েছে এবং দেশীয় ডিজাইনার ও ব্র্যান্ডগুলোর সৃজনশীলতা তুলে ধরা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা রয়েছে ফ্যাশনপ্রেমীদের মধ্যে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট