1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

বান্দরবানের রুমায় বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন

বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
শিক্ষার্থীর মৃত্যুর পর বাসে আগুন ধরিয়ে দেয়
শিক্ষার্থীর মৃত্যুর পর বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমায় বিদ্যালয়ের সামনেই যাত্রীবাহী বাসের চাপায় মথি ত্রিপুরা (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় দ্রুতগতির বাসটি তাকে চাপা দেয়।

স্কুলছাত্রের মৃত্যুর পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর বাসচালক সাইফুল ইসলামকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। বিকেলে শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ সমাবেশ করে যাত্রীবাহী বাসসহ অন্য যানবাহন বিদ্যালয়ের সামনে পার্কিং নিষিদ্ধ করার দাবি জানান।

স্থানীয় লোকজন ও রুমা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতে, দুপুর ১২টায় প্রথম শিফটের ছুটির পর শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস বান্দরবানের দিকে যাওয়ার জন্য মোড় ঘোরাচ্ছিল। প্রচণ্ড গতিতে চলা বাসটি মথি ত্রিপুরাকে ধাক্কা দিয়ে দেয়ালের সঙ্গে ঠেসে ধরে। বাসের ধাক্কায় মাথা ও বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা বলেন, মথি ত্রিপুরার বাড়ি উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আনন্দপাড়ায়। সে ছাত্রাবাসে থেকে পড়াশোনা করত। বিদ্যালয়ের সামনে বাস পার্কিং করে যাত্রী ওঠানো-নামানো হয়, যা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। প্রশাসনকে বারবার জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. সোহরাওয়ার্দী) জানান, বাসচালক সাইফুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন। নিহত শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন থেকে বিদ্যালয়ের সামনে কোনো যানবাহন পার্কিং বা যাত্রী ওঠানামা করতে পারবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট