1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বিএনপি চলতি বছরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

বিএনপি চলতি বছরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
বিএনপি

বিএনপি চলতি বছরের মাঝামাঝি সময়েই জাতীয় সংসদ নির্বাচন চায় বলে সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা যায়, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনার কথা জানানোর পর বিএনপি দ্রুত জাতীয় নির্বাচনের দাবি সামনে নিয়ে আসার পরিকল্পনা করছে। স্থানীয় সরকার নির্বাচন এড়িয়ে জাতীয় নির্বাচন দ্রুত আয়োজনের জন্য দলটি মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।

বিএনপি নেতারা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। বৈঠকে বিএনপি নেতারা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা বাদ দিয়ে চলতি বছরের মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত। এছাড়া বিএনপির নেতারা দাবি করেন, দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করলে জন-আকাঙ্ক্ষা পূরণ হবে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এ ঘটনায় বিএনপি নেতারা বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো নির্বাচিত সরকার থাকলে জনগণের দুর্ভোগ বাড়ানোর জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হতো না। বিএনপির মতে, এ ধরনের কর বৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সেখানে স্থায়ী কমিটির বৈঠকে আলোচ্য বিষয়গুলো তুলে ধরা হবে।

বিএনপি সাম্প্রতিক সময়ে সমমনা দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে। এসব বৈঠকে দলগুলো একমত হয়েছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যৌথ কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চায় বিএনপি। তবে সরকার ব্যর্থ হোক, এমনটি চায় না দলটি। তাদের মতে, সরকারের ব্যর্থতা মানে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোরও ব্যর্থতা।

বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়। যুক্তরাজ্যে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য ক্রমাগত উন্নতির দিকে থাকায় বিএনপি নেতারা সন্তোষ প্রকাশ করেন। বিএনপি নেতারা জানান, খালেদা জিয়া বর্তমানে প্রফুল্ল মেজাজে আছেন এবং তিনি হাসপাতালে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহম্মদ ও সালাহ উদ্দিন আহমদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট