1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতোকা মারা গেছেন - RT BD NEWS
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি বিদেশে চিকিৎসা খরচ সর্বোচ্চ ১৫ হাজার ডলার: বাংলাদেশ ব্যাংক অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতোকা মারা গেছেন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
তোমিকো ইতোকার

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের তোমিকো ইতোকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর। আজ শনিবার আশিয়া শহরের মেয়র রিওসুকে তাকাশিমা এক বিবৃতিতে তোমিকোর মৃত্যুর খবর জানিয়েছেন।

তোমিকো ইতোকা জাপানের দক্ষিণাঞ্চলের আশিয়া শহরের একটি নার্সিং হোমে বসবাস করতেন। মেয়র রিওসুকে জানিয়েছেন, গত ২৯ ডিসেম্বর সেই নার্সিং হোমেই তোমিকোর মৃত্যু হয়। ২০১৯ সাল থেকে তিনি সেখানে থাকছিলেন।

তোমিকো ইতোকা জন্মগ্রহণ করেন জাপানের বাণিজ্যিক শহর ওসাকায়, ১৯০৮ সালের ২৩ মে। চার সন্তান এবং পাঁচজন নাতি–নাতনি রেখে গেছেন তিনি। তাঁর এক ভাইবোন ছিলেন।

তোমিকো ইতোকা জীবদ্দশায় দুই বিশ্বযুদ্ধ, বিভিন্ন মহামারি এবং প্রযুক্তিগত পরিবর্তনের সাক্ষী হয়েছেন।

মেয়র রিওসুকে তাকাশিমা বলেন, ‘নিজের দীর্ঘ জীবনজুড়ে তোমিকো আমাদের সাহস ও আশাবাদ জুগিয়েছেন। এর জন্য তাঁকে ধন্যবাদ।’

২০০৪ সালের আগস্টে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরার মৃত্যু হয় ১১৭ বছর বয়সে। এরপর তোমিকো ইতোকা বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান।

জাপানে নারীদের মধ্যে দীর্ঘায়ু হওয়ার প্রবণতা বেশি। দেশটির পরিসংখ্যান অনুযায়ী, ১০০ বছর বা এর বেশি বয়সের মানুষের সংখ্যা ৯৫ হাজারের বেশি। তাঁদের মধ্যে ৮৮ শতাংশই নারী।

দেশটির মোট জনসংখ্যা ১২ কোটি ৪০ লাখ। এর মধ্যে এক–তৃতীয়াংশ মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশি।

বিশ্বে সবচেয়ে বেশি দীর্ঘায়ু মানুষ জাপানেই বসবাস করেন। গবেষকেরা মনে করেন, জাপানিদের খাদ্যাভ্যাস, স্বাস্থ্যসেবা এবং সামাজিক কাঠামো দীর্ঘায়ু হওয়ার অন্যতম কারণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট