1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ নুরের উপর হামলা বিচ্ছিন্ন নয়, এটি সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নী জেনারেল নির্বাচন কমিশন সার্ভিস গঠনে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল মাঠ কর্মকর্তারা দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতোকা মারা গেছেন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
তোমিকো ইতোকার

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের তোমিকো ইতোকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর। আজ শনিবার আশিয়া শহরের মেয়র রিওসুকে তাকাশিমা এক বিবৃতিতে তোমিকোর মৃত্যুর খবর জানিয়েছেন।

তোমিকো ইতোকা জাপানের দক্ষিণাঞ্চলের আশিয়া শহরের একটি নার্সিং হোমে বসবাস করতেন। মেয়র রিওসুকে জানিয়েছেন, গত ২৯ ডিসেম্বর সেই নার্সিং হোমেই তোমিকোর মৃত্যু হয়। ২০১৯ সাল থেকে তিনি সেখানে থাকছিলেন।

তোমিকো ইতোকা জন্মগ্রহণ করেন জাপানের বাণিজ্যিক শহর ওসাকায়, ১৯০৮ সালের ২৩ মে। চার সন্তান এবং পাঁচজন নাতি–নাতনি রেখে গেছেন তিনি। তাঁর এক ভাইবোন ছিলেন।

তোমিকো ইতোকা জীবদ্দশায় দুই বিশ্বযুদ্ধ, বিভিন্ন মহামারি এবং প্রযুক্তিগত পরিবর্তনের সাক্ষী হয়েছেন।

মেয়র রিওসুকে তাকাশিমা বলেন, ‘নিজের দীর্ঘ জীবনজুড়ে তোমিকো আমাদের সাহস ও আশাবাদ জুগিয়েছেন। এর জন্য তাঁকে ধন্যবাদ।’

২০০৪ সালের আগস্টে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরার মৃত্যু হয় ১১৭ বছর বয়সে। এরপর তোমিকো ইতোকা বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান।

জাপানে নারীদের মধ্যে দীর্ঘায়ু হওয়ার প্রবণতা বেশি। দেশটির পরিসংখ্যান অনুযায়ী, ১০০ বছর বা এর বেশি বয়সের মানুষের সংখ্যা ৯৫ হাজারের বেশি। তাঁদের মধ্যে ৮৮ শতাংশই নারী।

দেশটির মোট জনসংখ্যা ১২ কোটি ৪০ লাখ। এর মধ্যে এক–তৃতীয়াংশ মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশি।

বিশ্বে সবচেয়ে বেশি দীর্ঘায়ু মানুষ জাপানেই বসবাস করেন। গবেষকেরা মনে করেন, জাপানিদের খাদ্যাভ্যাস, স্বাস্থ্যসেবা এবং সামাজিক কাঠামো দীর্ঘায়ু হওয়ার অন্যতম কারণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট