1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

বিশ্ব নারী দিবসে নারীদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানালো জাতীয় নাগরিক পার্টি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
জাতীয় নাগরিক পার্টি

সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে নারীদের প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এক বিবৃতিতে দলটি জানিয়েছে, নারীদের ওপর যেকোনো ধরনের সহিংসতা বা নিপীড়ন বরদাশত করা হবে না এবং এসব অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

জাতীয় নাগরিক পার্টির বিবৃতিতে দেশের সাম্প্রতিক কয়েকটি নারী নির্যাতনের ঘটনা তুলে ধরা হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী হয়রানির শিকার হন বিশ্ববিদ্যালয়েরই একজন কর্মীর দ্বারা। শাহবাগ থানায় আটক থাকা অবস্থায়ও অভিযুক্ত ব্যক্তি গণমাধ্যমের সামনে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এরপরও অভিযুক্ত ব্যক্তিকে ছাড়িয়ে নিতে নৈরাজ্য সৃষ্টি করা হয় এবং ভুক্তভোগীকে মামলা প্রত্যাহারে নানা চাপ দেওয়া হয়।

এছাড়া, মাগুরায় এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ন্যক্কারজনক। পাশাপাশি, এনসিপি ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর নারী নেতা-কর্মীরা প্রতিনিয়ত অনলাইনে সাইবার হয়রানির শিকার হচ্ছেন।

জাতীয় নাগরিক পার্টির বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের নিপীড়নের ঘটনা জনপরিসরে নারীদের নিরাপত্তাহীন অবস্থাকে তুলে ধরে। নারীদের নাগরিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এনসিপি সর্বদা বদ্ধপরিকর। দলটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নারীদের ওপর কোনো সহিংসতা কিংবা নিপীড়ন বরদাশত করা হবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নারীর প্রতি সহিংসতা কঠোরভাবে দমন করতে পারলেই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে। জাতীয় নাগরিক পার্টি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, নারীদের প্রতি সংঘটিত সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট