1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

ব্রহ্মপুত্র নদে ফুটবল তুলতে গিয়ে তিন কিশোরের মৃত্যু

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
ব্রহ্মপুত্র নদে ফুটবল তুলতে গিয়ে তিন কিশোরের মৃত্যু

জামালপুর সদর উপজেলার ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত কিশোররা হলেন রাহি (১৫), রোশান (১৫), এবং আফিফ আহমেদ (১৫)। রাহি ও রোশান জামালপুর শহরের ছনকান্দা এলাকার বাসিন্দা এবং জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। আফিফ ঢাকার বাসিন্দা, যিনি ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসেছিলেন।

পাঁচ কিশোর মিলে নদীর পাড়ে ফুটবল খেলছিল। খেলার সময় বলটি হঠাৎ ব্রহ্মপুত্র নদে পড়ে গেলে প্রথমে রাহি সেটি তুলতে নদীতে ঝাঁপ দেয়। এরপর তাকে সাহায্য করতে রোশান নদীতে নামে। তাদের কেউই তীরে ফিরে আসতে না পারলে আফিফ তাদের উদ্ধারের চেষ্টা করে এবং তিনজনই পানিতে ডুবে যায়।

রোশানের চাচা শওকত জামান জানান, নদীর ওই অংশে ড্রেজার দিয়ে বালু তোলার কারণে গভীর গর্ত তৈরি হয়েছিল। কিশোররা সেটি বুঝতে না পেরে পানিতে নেমে যায়। তাদের কেউ সাঁতার জানত না।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ চেষ্টার পর নদী থেকে তিন কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল মোহাম্মদ আতিক জানান, এ ধরনের দুর্ঘটনা এড়াতে ড্রেজিং এলাকাগুলোতে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা জরুরি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত শহীদ পিংকি বলেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

কিশোরদের আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও সহপাঠীরা শোকাহত। পুরো এলাকাজুড়ে বিষাদের আবহ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে ড্রেজিংয়ের কারণে তৈরি হওয়া গভীর গর্তগুলো চিহ্নিত করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ধরনের দুর্ঘটনা রোধে নদীর ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং শিশু-কিশোরদের জন্য নিরাপদ খেলার স্থান নিশ্চিত করা প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট