1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে ঝিনাইদহে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা তোপধ্বনির মাধ্যমে মুন্সীগঞ্জে পালিত হলো মহান বিজয় দিবস ২০২৫ কাহারোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন

ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটের কিশোর নিহত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
সিলেট

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মো. মারুফ মিয়া (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ভারতের বাগান থেকে সুপারি আনতে গিয়ে খাসিয়ার গুলিতে গুরুতর আহত হন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত বাংলাদেশে ফিরে আসলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মারুফ ভারতের ভেতরের বাগান থেকে সুপারি আনতে যান। এসময় ভারতের খাসিয়া নাগরিকদের সঙ্গে তাদের কিছু দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই মধ্যে একজন ভারতীয় খাসিয়া নাগরিক তার একনলা গাঁদা বন্দুক দিয়ে এক রাউন্ড গুলি চালান, যাতে মারুফ গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় মারুফকে দ্রুত বাংলাদেশে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারুফ জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের সাহাব উদ্দিন ওরফে তালু সুলাইল সাহাব উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১২৮২/৭-এস থেকে প্রায় ৬০ গজ ভারতীয় সীমানার ভেতরে খাসিয়ার সুপারি বাগান এলাকায় কয়েকজন প্রবেশ করে। তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলে ভারতীয় খাসিয়া নাগরিক গুলি চালায়।

এ ঘটনায় দ্রুত বিজিবি টহল টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং মিনাটিলা বিওপি বিএসএফ রংটিলা বিওপিকে ডেকে প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে গুলি চালানো ভারতীয় নাগরিককে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানানো হয়।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘‘এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি তদন্ত করছি এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’’

এ ঘটনা পুরো অঞ্চলে শোকের ছায়া ফেলেছে। নিহত কিশোরের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং তাদের দাবি, ঘটনার যথাযথ তদন্ত ও বিচারের মাধ্যমে দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিত করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট