1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ভারতীয় হাইকমিশনের অভিমুখে বিএনপির তিন অঙ্গ সংগঠনের প্রতিবাদী পদযাত্রা - RT BD NEWS
রবিবার, ১১ মে ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ভর্তি পরীক্ষা শাহবাগে খালেদা জিয়া এলে পৃথিবীর সবচেয়ে স্বর্গীয় দৃশ্য হতো’—পিনাকী হামলার আশঙ্কায় ভারতজুড়ে নিরাপত্তা ২৪ বিমানবন্দর ও বন্দর স্থগিত ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় বিপজ্জনক অধ্যায়ের সূচনা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত পাকিস্তানের আকাশসীমায় ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত

ভারতীয় হাইকমিশনের অভিমুখে বিএনপির তিন অঙ্গ সংগঠনের প্রতিবাদী পদযাত্রা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
বি-এনপির-পদযাত্রা

রোববার (৮ ডিসেম্বর) সকাল থেকে রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে।

সকাল ১০টার দিকে তিন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১১টায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে তারা বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের দিকে পদযাত্রা শুরু করেন।

বেলা পৌনে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতারা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি প্রদানই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

নেতাকর্মীদের ভিড়ে নয়াপল্টনের সড়কের এক পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশ এবং দলীয় শৃঙ্খলাকর্মীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।

শনিবার (৭ ডিসেম্বর) বিএনপির তিন সংগঠনের এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনার প্রতিবাদে এই পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে।

বিএনপির তিন অঙ্গ সংগঠনের এই পদযাত্রা ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে একটি সাহসী পদক্ষেপ বলে নেতাকর্মীরা অভিহিত করেছেন। তারা আশা প্রকাশ করেন যে, তাদের এই কর্মসূচি জাতির সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট