1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

ভারতীয় হাইকমিশনের অভিমুখে বিএনপির তিন অঙ্গ সংগঠনের প্রতিবাদী পদযাত্রা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
বি-এনপির-পদযাত্রা

রোববার (৮ ডিসেম্বর) সকাল থেকে রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে।

সকাল ১০টার দিকে তিন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১১টায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে তারা বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের দিকে পদযাত্রা শুরু করেন।

বেলা পৌনে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতারা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি প্রদানই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

নেতাকর্মীদের ভিড়ে নয়াপল্টনের সড়কের এক পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশ এবং দলীয় শৃঙ্খলাকর্মীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।

শনিবার (৭ ডিসেম্বর) বিএনপির তিন সংগঠনের এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনার প্রতিবাদে এই পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে।

বিএনপির তিন অঙ্গ সংগঠনের এই পদযাত্রা ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে একটি সাহসী পদক্ষেপ বলে নেতাকর্মীরা অভিহিত করেছেন। তারা আশা প্রকাশ করেন যে, তাদের এই কর্মসূচি জাতির সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট