1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ভ্যাট ও শুল্ক বাড়ানোর পরিবর্তে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির - RT BD NEWS
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিতে ক্রয় কমিটির অনুমোদন বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয় নিশ্চিত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বিএসএফ খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে পুশইন মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ ব্যয়ে বরাদ্দ পেতে সাত শর্ত কাশ্মীরে হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, নিহত বহু পুলিশের মামলায় গণগ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য গ্রাম ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরী উদ্ধারে গিয়ে হামলার শিকার যশোরের ৩ পুলিশ সদস্য প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার আমরণ অনশন

ভ্যাট ও শুল্ক বাড়ানোর পরিবর্তে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বর্তমান সরকারের ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন এবং সরকারকে খরচ কমিয়ে, বিকল্প উপায়ে রাজস্ব আয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, “কর বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানোর মতো সহজ রাস্তায় হেঁটে সরকার দরিদ্র জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে।” আজ শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য প্রদান করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, সরকারের নীতি সুদহার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা এবং একই সাথে ভ্যাট বাড়ানো অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে মূল্যস্ফীতি আরও বাড়াবে। এর ফলে ব্যবসায়ী মহলে অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং এই সিদ্ধান্তকে অর্থনীতিবিদেরা সরকারের মুদ্রানীতি, রাজস্বনীতি ও বাজার ব্যবস্থাপনায় ঘাটতি হিসেবে চিহ্নিত করেছেন। তিনি আরো বলেন, সরকারি খরচ কমিয়ে এবং উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে সরকারের বাজেট ঘাটতি কমানো সম্ভব।

বিএনপির মহাসচিব আরও বলেন, সরকারের উচিত বিকল্প উপায় বিবেচনা করে রাজস্ব সংগ্রহের জন্য ১৫টি উপায় সরকারের সামনে তুলে ধরা হয়েছে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, “কর না বাড়িয়ে, প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন।” তিনি সরকারি খরচ কমিয়ে এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়ে বাজেট ঘাটতি সমাধান করার পরামর্শ দিয়েছেন।

এছাড়া, মির্জা ফখরুল বলেন, সরকারের উচিত কর ফাঁকি রোধ করা এবং পাচারের অর্থ ফেরত আনার জন্য ব্যবস্থা নেওয়া। তিনি আরো উল্লেখ করেন যে, সরকারি খরচ কমানোর মাধ্যমে ১ লাখ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব এবং সরকারকে বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনা উচিত।

ফখরুল এই সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান সরকারের বাজেট পরিচালনা ও কর ব্যবস্থাপনাতে বেশ কিছু সমস্যা রয়েছে এবং সরকারকে নতুন উপায় খুঁজে বের করতে হবে, যা দরিদ্র জনগণের ওপর কোনো বাড়তি চাপ না ফেলবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট