1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

মাংস ও ডিম আমদানি নিরুৎসাহিত করার আহ্বান প্রাণিসম্পদ উপদেষ্টার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
মাংস ও ডিম আমদানি নিরুৎসাহিত করার আহ্বান

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, বাংলাদেশ কোন অবস্থাতেই মাংস ও ডিম আমদানি করতে চায় না। আমদানির ফলে দেশে সংক্রামক রোগ, বিশেষ করে জুনোটিক ডিজিজ প্রবেশের সম্ভাবনা থাকে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা জানান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান গরুর মাংসের দাম কমানোর জন্য আমদানি করার অনুরোধ জানিয়ে থাকেন। তবে তিনি স্পষ্ট করেন, এভাবে আমদানি চালু হলে দেশের প্রাণিসম্পদ খাত এবং খামার ধ্বংসের মুখে পড়বে।

তিনি আরও বলেন, অনেক সময় বাণিজ্য মন্ত্রণালয় মাংস ও ডিম আমদানি করতে চায়। তবে ভবিষ্যতে যেন এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরামর্শ নেওয়া হয়, সে লক্ষ্যে দ্রুতই বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।

খামারিদের স্বার্থ রক্ষায় মৎস্য ও প্রাণিসম্পদখাতে নতুন ব্যাংক স্থাপনের পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, “কৃষি ব্যাংকের আদলে আমরা মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক গঠন করতে চাই। এই ব্যাংক প্রতিষ্ঠিত হলে খামারিরা সহজে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন, যা একদিকে আমদানি নির্ভরতা কমাবে এবং অন্যদিকে প্রাণিসম্পদখাতে উৎপাদন বৃদ্ধি করবে।”

উপদেষ্টা আরও জানান, জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে সহযোগিতা এবং পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন অধিদপ্তর গঠনের কাজ চলছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদেরও তিনি এই উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

উপদেষ্টা গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি)পিপিআর রোগ নির্মূলে ভ্যাকসিন কার্যক্রম সম্প্রসারণের নির্দেশনা দেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব রোগের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালকবৃন্দ, বিভাগীয় পরিচালকবৃন্দ এবং দেশের ৬৪ জেলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের প্রাণিসম্পদ খাত শক্তিশালী হবে এবং দেশীয় খামারিরা আরও স্বাবলম্বী হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট