1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মাসুদ সাঈদীর নেতৃত্বে আজহারুল ইসলামকে মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে বিক্ষোভ ও সমাবেশ - RT BD NEWS
রবিবার, ১১ মে ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ভর্তি পরীক্ষা শাহবাগে খালেদা জিয়া এলে পৃথিবীর সবচেয়ে স্বর্গীয় দৃশ্য হতো’—পিনাকী হামলার আশঙ্কায় ভারতজুড়ে নিরাপত্তা ২৪ বিমানবন্দর ও বন্দর স্থগিত ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় বিপজ্জনক অধ্যায়ের সূচনা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত পাকিস্তানের আকাশসীমায় ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত

মাসুদ সাঈদীর নেতৃত্বে আজহারুল ইসলামকে মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে বিক্ষোভ ও সমাবেশ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুরে মাসুদ সাঈদীর নেতৃত্বে আজহারুল ইসলামকে মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: নাজমুল হোসেন
পিরোজপুরে মাসুদ সাঈদীর নেতৃত্বে আজহারুল ইসলামকে মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: নাজমুল হোসেন
জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ও দাড়িপাল্লার প্রতীক ফিরিয়ে দিতে আল্লামা সাঈদীপুত্র মাসুদ সাঈদীর নেতৃত্বে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত  সমাবেশে  এ দাবি করেন।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের সুযোগ্য পুত্র ও পিরোজপুর ০১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেন, যে প্রত্যায় নিয়ে ৫ আগস্ট বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল, যে প্রত্যয় নিয়ে বাংলাদেশের ২য় স্বাধীনতা এসেছিল তার স্বাদ আমরা এখনো পাইনি, সেই প্রত্যায়ের ব্যত্যয় হয়েছে।
জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম কে এখনো মুক্তি দেয়া হয়নি, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়নি, জামায়াতের প্রতীক দাড়িপাল্লা ফিরিয়ে দেওয়া হয়নি। যদি তাই হতো তাহলে আজকে আমাদেরকে আজহারুল ইসলামকে মুক্তির জন্য রাজপথে নামতে হতো না।
তিনি  আরে বলেন, অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।
জনাব মাসুদ সাঈদী  আরো বলেন, আওয়ামী শাসনামলে ওই কুলাঙ্গার বিচারপতি শাহাবুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে মৌলবাদ, সন্ত্রাস তদন্ত কমিশনের নামে একটি কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনের সদস্য ছিল বর্তমান বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু।চুপ্পুর ষড়যন্ত্রে আজকে এটিএম আজহারুল ইসলামের মুক্তি হচ্ছে না।
 যতক্ষণ পর্যন্ত এটিএম আজহারুল ইসলামকে মুক্তি  দেওয়া না হবে, ততক্ষণে আমরা রাজপথে আন্দোলন করে যাব। আজহারুল ইসলামকে মুক্ত করেই ছারবো ইনশাল্লাহ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কের পাশে সাঈদী  ফাউন্ডেশনে গিয়ে মিছিল শেষ হয়।
জেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব তাফাজ্জল হোসাাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সেক্রেটারি মোঃ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবি বিভাগের জেলা সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ ও শিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট