সরকারি উদ্যোগে আমদানি করা মিয়ানমারের চালের প্রথম দুটি চালান নিয়ে আজ শুক্রবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুটি জাহাজ। দুপুরে বন্দরের দুই জেটিতে জাহাজগুলো ভিড়ে।
বন্দর সূত্র জানায়, প্রথম জাহাজ এমভি গোল্ডেন স্টার ২২ হাজার টন চাল নিয়ে এসেছে। দ্বিতীয় জাহাজ এমভি এমসিএল-১৯-এ আনা হয়েছে আড়াই হাজার টন চাল। সব মিলিয়ে এই দুটি জাহাজে মোট ২৪ হাজার ৫০০ টন চাল রয়েছে।
মিয়ানমার থেকে সরকারি পর্যায়ে এক লাখ টন চাল আমদানি করা হচ্ছে। এই চাল সরবরাহ করছে মিয়ানমার রাইস ফেডারেশন। প্রতি টন চালের দাম: ৫১৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় মোট খরচ: ৬১৮ কোটি টাকা।
জাহাজ দুটির স্থানীয় প্রতিনিধি প্রতিষ্ঠান সেভেন সিজ শিপিং লাইনসের কর্ণধার মো. আলী আকবর জানিয়েছেন, জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষার পর খালাস শুরু হবে।
এই চাল আমদানির অংশ হিসেবে পর্যায়ক্রমে আরও আটটি জাহাজে বাকি চাল দেশে আনা হবে।
মিয়ানমার থেকে সরকারি পর্যায়ে চাল আমদানির এই কার্যক্রম দেশের খাদ্যসংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।