1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রাজনৈতিক ঐকমত্য ছাড়া সংস্কার প্রতিবেদন গ্রহণযোগ্য নয়: ফখরুল - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

রাজনৈতিক ঐকমত্য ছাড়া সংস্কার প্রতিবেদন গ্রহণযোগ্য নয়: ফখরুল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘আমরা প্রাথমিকভাবে কোনো মন্তব্য করতে চাইনি। কারণ, প্রতিবেদন এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। সরকার জানিয়েছে, প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ঐকমত্য ছাড়া কোনো প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। যে সরকার নির্বাচিত হবে, সেই সরকার সংস্কারের কাজ এগিয়ে নেবে। বিএনপি এই সংস্কারগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

আজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা কোন অবস্থায় যেত, বলা কঠিন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে দেশের মানুষকে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা জুগিয়েছিলেন। ১৯৭৫ সালে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আধুনিক বাংলাদেশের ভিত্তি গড়ে তোলেন।’

জিয়াউর রহমানের সময়েই একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং মুক্তবাজার অর্থনীতির পরিকল্পনা চালু হয় বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘তাঁর সময়েই কৃষিতে বিপ্লব ঘটে এবং দেশ এগিয়ে যায়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জিয়াউর রহমানের গড়া দল আজও দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তাঁর উত্তরসূরি খালেদা জিয়া দলকে আরও শক্তিশালী করেছেন। আমরা তাঁর সুস্থতা কামনা করি।’

মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘অতি অল্প সময়ের মধ্যে যেন নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থা কায়েম হোক।’

বিএনপি মহাসচিবের বক্তব্যে দলটির সংস্কার, নির্বাচন ও রাজনৈতিক ঐক্যের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট