রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে ৩৩ জন উপ-মহাব্যবস্থাপককে পদোন্নতি দিয়ে মহাব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপনটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করেছেন।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৩৩ জন উপ-মহাব্যবস্থাপককে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে এবং তাদের নামের পার্শ্বে নির্দিষ্ট কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, এই পদোন্নতির আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে, রাষ্ট্রীয় ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক, ব্যবস্থাপনা পরিচালক, এবং উপব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন সংক্রান্ত নীতিমালা অনুযায়ী কর্মকর্তাদের চাকরি পরিচালিত হবে।
এ নীতিমালা সংশোধিত হয়ে ২০১৩ সালের ১৬ অক্টোবরের পর পর্যন্ত কার্যকর থাকবে