আমাদের প্রাণের প্রতিষ্ঠান জামালপুরের একমাত্র সরকারি নিবন্ধিত নিউজ পোর্টাল বাংলারচিঠি ডটকম এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একান্ত ঘরোয়া পরিবেশে পত্রিকা অফিসে আগত শুভানুধ্যায়ীদের নিয়ে কেক কেটে কিছুটা আনন্দ উপভোগ করলাম। আজ এই দিনে কৃতজ্ঞতা জানাই প্রকাশক মাইনুল ইসলাম মুনুকে। ধন্যবাদ জানাই নির্বাহী সম্পাদক জেলার জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা মনজুকে। অসীম আদর জানাই বাংলারচিঠির প্রাণ ভ্রমরা বার্তা সম্পাদক মনন মাহাদিকে। ধন্যবাদ জানাই আমাদের নিজস্ব প্রতিবেদক বন্ধুদের। সম্মান জানাই সকল পাঠক, শুভানুধ্যয়ীদের। ধন্যবাদ জানাই সকল সাংবাদিক বন্ধুদের।
আজ হঠাৎ অফিসে বসেই সিদ্ধান্ত নেই প্রতিষ্ঠার দিনটিকে স্মরণে রাখার জন্য এ সংক্ষিপ্ত আয়োজনের। যার জন্য কাউকে আমন্ত্রণ দেইনি। প্রকাশক সাহেব আমিরিকা থেকে আসলে বড় পরিসরে অনুষ্ঠান করার ইচ্ছে আছে। সকলের সহযোগিতা, পরামর্শ এবং আশির্বাদে টিম বাংলারচিঠি আরোবেশী শক্তিশালী হবে।