অনেক দিন যাবৎ বলিউড সুপারস্টার সালমান খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে । শুধু হুমকি নয়, তাঁর বাসার বাইরেও গুলি চালিয়েছিলেন দুইজন আততায়ী। তারপরে জানা যায় যে গুলি করা ব্যাক্তি আমেরিকার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই, আনমোল বিষ্ণোইয়ের নাম। ছোট ভাই আনমোলকে গ্রেফতার করেছেন আমেরিকান পুলিশ। তারপর, আনমোল বিষ্ণোইকে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে গ্রেফতার করেছে আমেরিকার পুলিশ। মার্কিন পুলিশ জানিয়েছে যে, এখন আনমোল তাদের হেফাজতে আছে। ভারতের মুম্বাই পুলিশ আনমোলকে দেশে ফিরিয়ে আনার জন্য আবেদনপত্র পাঠিয়েছে বলে আরেক সূত্রে জানা গেছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) ঘোষণা করেছিল যে আনমোল বিষ্ণোইয়ের সম্পর্কে যে খবর দেবেন, তাঁকে তারা ১০ লাখ রুপি পুরস্কার স্বরূপ দেবে। ২০২২ সালে এনআইএ আনমোলের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করেছিল। ২০২১ সালে জামিনে ছাড়া পেয়েছিলেন আনমোল। এরপর আনমোল জাল পাসপোর্ট বানিয়ে ভারত থেকে পালিয়ে গিয়েছিলেন আনমোল।গত ১৪ এপ্রিলে সাতসকালে বান্দ্রায় সালমানে খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি করা হয়েছিল। এরপর মুম্বাই পুলিশ ভিকি গুপ্ত ও সাগর পাল নামের দুইজন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছিলেন। এই দুইজন বিহারের বাসিন্দা। এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।