1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে শান্তির জন্য কাজের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার উদ্বোধন উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬৮ কর্মকর্তা

স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবীতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

মো : নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

পিরোজপুরের নাজিরপুরে চিরকুট লিখে এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসী।

রবিবার (২৪ আগষ্ট) দুপুরে উপজেলার রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী নাসরিনের আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত পান্না শিকদারের ফাঁসির দাবিতে অএ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান,মো.গাফফর শেখসহ কয়েকজন শিক্ষার্থী।
মানববন্ধনে অভিযুক্ত পান্না শিকদারকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত যুবকের বিচার না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

নাসরিনের সহপাঠী ও স্কুলের শিক্ষার্থীরা তাদের বক্ত্যবে বলেন, আমাদের সহপাঠীর সঙ্গে যে অমানবিক কাজ হয়েছে, যার কারনে তিনি আত্মহত্যা করেছেন,এ অপরাধের সঙ্গে জড়িত স্থানীয় পান্না শিকদার নামে অভিযুক্ত ব্যক্তির নাম এসেছে। আমরা চাই পান্নাকে দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তি দেওয়া হোক। যাতে আর কোনো পান্না এমন অপরাধ করতে না পারে, নাসরিনের মত কোন শিক্ষার্থীর প্রাণ অকালে ঝরে না পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্ত্যবে বলেন, আমাদের শিক্ষার্থী নাসরিন আক্তার আত্মহত্যা করার আগে একটি চিরকুট লিখে যায়। সেই চিরকুটের মতে এই এলাকার লতিফ সিকদারের ছেলের নাম জড়িত পাওয়া যায়। তাকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময়ে শারীরিক মেলামেশা করা হয়েছে। কিন্তু মেয়ের পরিবার বিয়ের চাপ দিলে তাতে রাজি নন পান্নার পরিবার। আমরা অভিযুক্ত পান্নার শাস্তি দাবী জানাই।

উল্লেখ্য গত মঙ্গলবার(১৯ আগষ্ট) দুপুরে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে।মৃত্যুর আগে সে দেড় পৃষ্ঠার একটি হৃদয়বিদারক চিরকুট লিখে গেছে, যেখানে পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিজের ব্যর্থতার বর্ণনা দেওয়া হয়। যেখানে লিখেন, আমার মৃত্যুর কারণ হলো জলিল শিকদারের একমাত্র ছেলে পান্না শিকদার সে আমাকে বিয়ের কথা বলে আমার দেহ ভোগ করেছে। আমার শেষ ইচ্ছা ওর এমন সাজা হোক যাতে আমার মত আর কারো জীবন নষ্ট করতে না পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট