1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়নে কৌশলগত নির্দেশনা জারি করলো অর্থ বিভাগ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
বাজেট

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়নে কৌশলগত লক্ষ্য অর্জনে সহায়ক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। গতকাল (বুধবার) জারি করা বাজেট পরিপত্র-২-এর মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়েছে, যা দেশের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে।

পরিপত্রে বলা হয়েছে, বাজেট প্রণয়নের সময় মন্ত্রণালয়/বিভাগগুলোর বাজেট ব্যবস্থাপনা কমিটি কর্তৃক অনুমোদিত ব্যয়সীমার মধ্যে থেকেই পরিচালন ও উন্নয়ন ব্যয়ের প্রাক্কলন করতে হবে। ত্রি-পক্ষীয় সভায় অর্থ বিভাগ, পরিকল্পনা কমিশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারিত ব্যয়সীমাই সর্বোচ্চ সীমা হিসেবে বিবেচিত হবে, এবং এর বাইরে বরাদ্দ প্রস্তাবের সুযোগ নেই।

সাধারণভাবে বাজেটে কোনো থোক বরাদ্দ প্রস্তাব করা যাবে না। কেবলমাত্র কৌশলগত উদ্দেশ্য অর্জনে সহায়ক নির্দিষ্ট কার্যক্রমের বিপরীতেই অর্থ বরাদ্দ দিতে হবে, যেন উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন কার্যকর হয়।

অর্থ বিভাগ বাজেট প্রণয়নের ক্ষেত্রে চারটি মূল নীতির অনুসরণ নিশ্চিত করতে বলেছে, কৌশলগত ও নীতিগত সামঞ্জস্য: সরকারের কৌশল, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs), এবং রি-স্ট্রাটেজিসিং ইকোনমি টাস্কফোর্সের সুপারিশের আলোকে বাজেট পরিকল্পনা। দারিদ্র্য নিরসন ও সামাজিক খাতে অগ্রাধিকার: নারী, শিশু, দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সেবার মান ও পরিমাণ বাড়ানো। জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য: পরিচালন ও উন্নয়ন ব্যয়ের বৃদ্ধিকে জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা। কৌশলগত বাজেট ব্যবস্থাপনা: বাজেট বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে কৌশলগত ব্যবস্থাপনা বাস্তবায়ন।

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যয় প্রাক্কলন ও প্রক্ষেপণ করতে হবে ত্রি-পক্ষীয় সভায় নির্ধারিত মানদণ্ড অনুযায়ী। কোনো অননুমোদিত প্রকল্পের জন্য বাজেট প্রস্তাব দেওয়া যাবে না, তবে অনুমোদিত প্রকল্পের জন্য অবশ্যই বরাদ্দ রাখতে হবে।

উন্নয়ন ব্যয়ে বৈদেশিক ঋণ ও অনুদান বিবেচনায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) প্রাক্কলনের আলোকে প্রকল্প ব্যয়ের পরিকল্পনা করতে হবে। এ ক্ষেত্রে অতিরিক্ত বরাদ্দের সুযোগ নেই।

সরকারি অনুদানে পরিচালিত স্বায়ত্তশাসিত সংস্থার বাজেট নির্ধারণে সংস্থার নিজস্ব আয় ও উৎস বিশ্লেষণ করে, আয় বাদ দিয়ে কেবল প্রয়োজনীয় অনুদানের পরিমাণ বিবেচনায় বাজেট প্রণয়ন করতে হবে।

সকল মন্ত্রণালয় ও বিভাগকে ২০২৫-২৬ অর্থবছরের বিস্তারিত বাজেট প্রাক্কলন এবং ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের বাজেট প্রক্ষেপণ আগামী ২৪ এপ্রিল-এর মধ্যে অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ, পরিকল্পনা কমিশন এবং সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট