1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
৪৭তম বিসিএস: আবেদন শেষ তারিখ বাড়ল - RT BD NEWS
শনিবার, ০৩ মে ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

৪৭তম বিসিএস: আবেদন শেষ তারিখ বাড়ল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
বিসিএস

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএস পরীক্ষায় আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্ব নির্ধারিত ৩০ জানুয়ারির পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি। এ নিয়ে পিএসসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিসিএস পরীক্ষার আবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৭তম বিসিএসের অনলাইন আবেদনপত্র (বিপিএসসি ফরম-১) জমাদানের নতুন শেষ তারিখ হলো ২৭ ফেব্রুয়ারি। শেষ সময়: ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট। ফি জমাদানের সময়সীমা: যারা এই সময়ের মধ্যে ইউজার আইডি পাবেন, তারা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে পারবেন। গুরুত্বপূর্ণ নির্দেশনা: নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পর আর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তিতে অ্যাপিয়ার্ড প্রার্থীদের যোগ্যতার বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেসব প্রার্থী এমন কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যার ফল প্রকাশ হলে তাঁরা ৪৭তম বিসিএসে অংশ নেওয়ার যোগ্য হবেন, তাঁরা আবেদন করতে পারবেন। তবে এই আবেদন সাময়িকভাবে গ্রহণ করা হবে। প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা ২৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হতে হবে।

আগ্রহী প্রার্থীদের পিএসসির নির্ধারিত অনলাইন ফরম পূরণ করতে হবে। ওয়েবসাইট: কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য: ২০০ টাকা। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য: ৫০ টাকা। ফি জমাদানের জন্য টেলিটক নম্বর ব্যবহার করতে হবে।

৪৭তম বিসিএসের জন্য মোট শূন্য পদের সংখ্যা ৩,৪৮৭টি। এছাড়া, নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। মোট পদ: ৩,৬৮৮। নতুন পদ: এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১ নভেম্বর তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্তে অনেক প্রার্থী সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষত অ্যাপিয়ার্ড প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। পিএসসি আশা করছে, নতুন সময়সীমা অনুযায়ী আরও বেশি প্রার্থী আবেদন করতে পারবেন।

পিএসসি জানিয়েছে, আবেদন প্রক্রিয়ায় কোনো ত্রুটি থাকলে তা বাতিল করা হবে। সঠিক তথ্য প্রদান এবং নির্ধারিত সময়সীমার মধ্যে ফি জমা দেওয়া প্রার্থীদের দায়িত্ব।

৪৭তম বিসিএস পরীক্ষার জন্য এই বাড়তি সময় প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যারা এখনো আবেদন করেননি, তাদের সময়মতো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে পিএসসি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট