1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে তারুণ্যের উৎসব: প্রমীলা কাবাডির সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি শাহিন মিয়া গ্রেপ্তার ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্কের পুনর্গঠন সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় সাংবাদিক মনিরকে জীবননাশের হুমকি, থানায় জিডি দায়ের বিএনপি-জামায়াত নিধনের অভিযোগে আলোচিত ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে এক সপ্তাহে ১,৬০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার, নাশকতার আশঙ্কা

৮ বছর পর মায়ের সঙ্গে ঈদ উদযাপন করলেন তারেক রহমান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
পারিবারিক আনন্দঘন মুহূর্তের ছবি
তারেক রহমানের পারিবারিক আনন্দঘন মুহূর্তের ছবি।

দীর্ঘ আট বছর পর মায়ের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া, স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তিনি।

ঈদের দিনে পারিবারিক আনন্দঘন মুহূর্তের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন তারেক রহমান। বাংলাদেশ সময় রোববার (৩০ মার্চ) রাত ৮টা ১৩ মিনিট ও ৮টা ৫৬ মিনিটে তিনি দুটি ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে তারেক রহমানকে মা খালেদা জিয়া, মেয়ে জায়মা রহমান ও স্ত্রী ডা. জোবাইদা রহমানের সঙ্গে দেখা যায়। দ্বিতীয় ছবিতে শুধুমাত্র মা ও ছেলের মুহূর্ত ধরা পড়ে।

তারেক রহমান প্রথম ছবির ক্যাপশনে বাংলাদেশের জনগণ এবং বিশ্বজুড়ে মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি, তিনি উল্লেখ করেন, সতেরো বছর ধরে বাংলাদেশের নিপীড়িত মানুষ একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে ঈদ উদযাপনের অপেক্ষায় ছিল।

তারেক রহমান লিখেছেন, ২০২৪ সালে সেই প্রার্থনার উত্তর মিলেছে। এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে, যেখানে দুই হাজারেরও বেশি মানুষ আত্মত্যাগ করেছে, বাংলাদেশ স্বৈরতন্ত্রের দাসত্ব থেকে মুক্তি পেয়েছে। তিনি আরও বলেন, প্রায় দুই দশক পর আমরা পবিত্র রমজান শেষে ঈদ উদযাপন করছি এক স্বাধীন বাংলাদেশে, যেখানে স্বৈরশাসনের কোনো অস্তিত্ব নেই।

এই ঈদ শুধু আনন্দের নয়, জাতির ঐক্যের প্রতীক উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি বাংলাদেশের প্রতিটি নাগরিককে, বিশেষ করে বিএনপির নেতা-কর্মীদের আহ্বান জানাই—আমরা যেন এই প্রথম স্বৈরতন্ত্রমুক্ত ঈদের আনন্দ, আমাদের আপনজন হারানো পরিবারগুলোর সঙ্গে ভাগ করে নিই।

সমাজের অসহায় ও দুঃস্থ মানুষদের সহায়তা করতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, নিশ্চিত করুন, যেন অর্থের অভাব কোনো মানুষকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না করে।

তারেক রহমান পরিবহন মালিক ও শ্রমিকদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার অনুরোধ জানান, যাতে ঘরমুখো মানুষজন সহজেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। পাশাপাশি, তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান, কারণ অতীতের অশুভ শক্তিগুলো এখনো শান্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত।

পরিশেষে, তিনি সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, ঈদের সময় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে, যাতে কোনো বিশৃঙ্খলাকারী জনগণের শান্তি বিঘ্নিত করতে না পারে।

তারেক রহমান বলেন, “এই স্বাধীন বাংলাদেশের প্রথম ঈদ হোক শান্তি, ঐক্য ও আনন্দের প্রতীক। মহান আল্লাহর নিকট এই প্রার্থনা রইলো।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট