1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে এসেছে ৩১০০ কোটি টাকার প্রস্তাব

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে এসেছে ৩১০০ কোটি টাকার প্রস্তাব

সদ্য সমাপ্ত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

রোববার (১৩ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

চেয়ারম্যান বলেন, “বিনিয়োগের সব ক্রেডিট শুধুমাত্র এই সামিটের নয়। অনেক আলোচনার ভিত্তিতে এই বিনিয়োগের সিদ্ধান্ত এসেছে। সামিটে এসেই বিনিয়োগের ঘোষণা এমনটি নয়। তাই সামিটের খরচ ও বিনিয়োগের পরিমাণ একে অপরের সঙ্গে তুলনা করা যাবে না।”

চারদিনব্যাপী এই সম্মেলনে সরকারি ব্যয় ছিল প্রায় দেড় কোটি টাকা, আর পার্টনার প্রতিষ্ঠানগুলোর ব্যয় সাড়ে তিন কোটি টাকার মতো। সব মিলিয়ে সম্মেলনটির মোট ব্যয় দাঁড়ায় প্রায় ৫ কোটি টাকা।

এবারের সম্মেলনে ৫০টি দেশ থেকে ৪১৫ জন বিদেশি ডেলিগেট অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫৮ শতাংশ ছিল বিদেশি বিনিয়োগকারী, যা এবারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি তাদেরও বিপুল আগ্রহ লক্ষ্য করা গেছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সম্মেলন চলাকালীন ৬টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, যা ভবিষ্যতের বিনিয়োগ কার্যক্রমকে আরও গতি দেবে।

বিডার চেয়ারম্যান জানান, ১০টি পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল বাতিল করা হয়েছে— যার মধ্যে ৫টি সরকারি ও ৫টি বেসরকারি।

চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও ব্যবসাবান্ধব পরিবেশকে বিদেশি বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করা। আমরা সফলভাবে তা করতে পেরেছি।”

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট