1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, আধুনিকায়নের পথে বড় অর্জন দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন ঐতিহাসিক দেবীগঞ্জ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়নে কৌশলগত নির্দেশনা জারি করলো অর্থ বিভাগ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
বাজেট

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়নে কৌশলগত লক্ষ্য অর্জনে সহায়ক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। গতকাল (বুধবার) জারি করা বাজেট পরিপত্র-২-এর মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়েছে, যা দেশের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে।

পরিপত্রে বলা হয়েছে, বাজেট প্রণয়নের সময় মন্ত্রণালয়/বিভাগগুলোর বাজেট ব্যবস্থাপনা কমিটি কর্তৃক অনুমোদিত ব্যয়সীমার মধ্যে থেকেই পরিচালন ও উন্নয়ন ব্যয়ের প্রাক্কলন করতে হবে। ত্রি-পক্ষীয় সভায় অর্থ বিভাগ, পরিকল্পনা কমিশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারিত ব্যয়সীমাই সর্বোচ্চ সীমা হিসেবে বিবেচিত হবে, এবং এর বাইরে বরাদ্দ প্রস্তাবের সুযোগ নেই।

সাধারণভাবে বাজেটে কোনো থোক বরাদ্দ প্রস্তাব করা যাবে না। কেবলমাত্র কৌশলগত উদ্দেশ্য অর্জনে সহায়ক নির্দিষ্ট কার্যক্রমের বিপরীতেই অর্থ বরাদ্দ দিতে হবে, যেন উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন কার্যকর হয়।

অর্থ বিভাগ বাজেট প্রণয়নের ক্ষেত্রে চারটি মূল নীতির অনুসরণ নিশ্চিত করতে বলেছে, কৌশলগত ও নীতিগত সামঞ্জস্য: সরকারের কৌশল, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs), এবং রি-স্ট্রাটেজিসিং ইকোনমি টাস্কফোর্সের সুপারিশের আলোকে বাজেট পরিকল্পনা। দারিদ্র্য নিরসন ও সামাজিক খাতে অগ্রাধিকার: নারী, শিশু, দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সেবার মান ও পরিমাণ বাড়ানো। জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য: পরিচালন ও উন্নয়ন ব্যয়ের বৃদ্ধিকে জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা। কৌশলগত বাজেট ব্যবস্থাপনা: বাজেট বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে কৌশলগত ব্যবস্থাপনা বাস্তবায়ন।

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যয় প্রাক্কলন ও প্রক্ষেপণ করতে হবে ত্রি-পক্ষীয় সভায় নির্ধারিত মানদণ্ড অনুযায়ী। কোনো অননুমোদিত প্রকল্পের জন্য বাজেট প্রস্তাব দেওয়া যাবে না, তবে অনুমোদিত প্রকল্পের জন্য অবশ্যই বরাদ্দ রাখতে হবে।

উন্নয়ন ব্যয়ে বৈদেশিক ঋণ ও অনুদান বিবেচনায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) প্রাক্কলনের আলোকে প্রকল্প ব্যয়ের পরিকল্পনা করতে হবে। এ ক্ষেত্রে অতিরিক্ত বরাদ্দের সুযোগ নেই।

সরকারি অনুদানে পরিচালিত স্বায়ত্তশাসিত সংস্থার বাজেট নির্ধারণে সংস্থার নিজস্ব আয় ও উৎস বিশ্লেষণ করে, আয় বাদ দিয়ে কেবল প্রয়োজনীয় অনুদানের পরিমাণ বিবেচনায় বাজেট প্রণয়ন করতে হবে।

সকল মন্ত্রণালয় ও বিভাগকে ২০২৫-২৬ অর্থবছরের বিস্তারিত বাজেট প্রাক্কলন এবং ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের বাজেট প্রক্ষেপণ আগামী ২৪ এপ্রিল-এর মধ্যে অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ, পরিকল্পনা কমিশন এবং সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট