1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা - RT BD NEWS
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় নারী চিকিৎসকে চেম্বার থেকে টেনে নিয়ে সড়কে মারধর বাংলাদেশে পুষ্টিহীনতায় ভুগছে কোটি শিশুরা: সংলাপে উদ্বেগ প্রকাশ বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে চরম ভোগান্তি, অভিযোগের পাহাড় যাত্রীদের ঈদুল আজহা ২০২৫: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০টি ডাকাতি ঘটনায় ভয়াবহ পরিস্থিতি গণতান্ত্রিক সংস্কার ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার সময় এখনই

খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে

প্রায় চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে সোমবার (৫ মে) রাত ৯টা ১০ মিনিটে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় তাঁর ঢাকায় আগমন উপলক্ষে রাজধানীতে জনসমাগম ও যানজট এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে।

সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরে ঢাকা বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে যাবেন। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির সম্ভাবনা থাকায় রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট এবং বিশৃঙ্খলা এড়াতে নিচের নির্দেশনাগুলো দেওয়া হয়েছে।

 জনসমাগমের ক্ষেত্রে সতর্কতা, গুলশান/বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান না করে ফুটপাতে অবস্থান করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট দলকে স্বেচ্ছাসেবক দিয়ে রাস্তা ফাঁকা রাখতে সহযোগিতার অনুরোধ।

বিকল্প রুট ব্যবহারের পরামর্শ, আব্দুল্লাপুর-কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটী-মিরপুর বেড়িবাঁধ-গাবতলী রুট, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, উত্তরা ও মিরপুরবাসী: হাউজ বিল্ডিং-জমজম টাওয়ার-মেট্রোরেল রুট, গুলশান/বাড্ডা থেকে মহাখালী র্যাম্প ব্যবহার, মহাখালী থেকে ময়মনসিংহ-টাঙ্গাইলগামী যান: মিরপুর-গাবতলী রোড, বনানী র্যাম্প এড়িয়ে এফডিসি র্যাম্প ব্যবহারে পরামর্শ।

সেনানিবাস রাস্তা, জিয়া কলোনি/জাহাঙ্গীর গেট/সৈনিক ক্লাব/স্টাফ রোড দিয়ে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুধুমাত্র হালকা যানবাহন চলবে।

 এক্সপ্রেসওয়ে চালকদের জন্য, সিএনজি ও মোটরসাইকেল নির্ধারিত টোল দিয়ে সর্বোচ্চ ৪০ কিমি/ঘণ্টা গতিতে, বাম পাশের সেইফ লেন ব্যবহার করে চলতে পারবে।

বিকল্প হিসেবে ট্রেন, ঢাকা-জয়দেবপুর রুটের ট্রেনগুলো টঙ্গী, এয়ারপোর্ট ও তেজগাঁও স্টেশনে ২ মিনিট থামবে। কমলাপুর-টঙ্গী রুটে অতিরিক্ত একটি শাটল ট্রেন চলবে।

হজযাত্রী ও এসএসসি পরীক্ষার্থী, যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধ।

মেট্রোরেল ব্যবহার, মিরপুর ও উত্তরা এলাকাবাসীদের মেট্রোরেল ব্যবহারের পরামর্শ।

নিরাপত্তা বিধিনিষেধ, অভ্যর্থনাকারীদের কোনো ব্যাগ, লাঠি বহন না করার অনুরোধ। গাড়িবহরে কোনো যানবাহন যোগ দিতে পারবে না। মোটরসাইকেল নিয়ে রাস্তা দখল করা যাবে না।

ডিএমপি সকলকে অনুরোধ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপদ ও সুশৃঙ্খল আগমন নিশ্চিত করতে সবাই যেন সহযোগিতা করে। রাজধানীর যান চলাচল স্বাভাবিক রাখতে নাগরিকদের সচেতনতা ও ট্রাফিক নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট