রাজধানী ঢাকার বেইলি রোডে একটি বহুতল ভবনের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং রাত ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, শুরুতে ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আরও ৩টি ইউনিট যুক্ত হয়। সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
উদ্ধার অভিযানে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ৯ জন নারী, ৭ জন পুরুষ এবং ২ জন শিশু রয়েছেন। প্রথমে ভবনের ছাদ থেকে ৩ জনকে উদ্ধার করা হয়, এরপর পর্যায়ক্রমে আরও ১৫ জনকে নিরাপদে বের করে আনা হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিষয়গুলো স্পষ্ট হবে বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বছর ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। ওই ভবনে একাধিক রেস্তোরাঁ থাকায় রাতের খাবারের সময় অনেক মানুষ উপস্থিত ছিলেন। আগুন লাগার পর অনেকেই ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে মারা যান। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ছিল বেশি।
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে বাণিজ্যিক ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠছে। সরকার ও কর্তৃপক্ষের উচিত ভবনের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে তদারকি করা, যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।