1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানি ফেরত প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে ইসির অনুমতি লাগতে পারে, প্রয়োজনে আচরণবিধি সংশোধন বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে বড় অগ্রগতি, ৬৬ হাজার ১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ জুলাই শহীদ পরিবারের পাশে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন ত্রয়োদশ সংসদ নির্বাচন: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী আবু তালেব লনার দিঘলিয়ার সুগন্ধি গ্রামের কৃতী সন্তান অধ্যাপক গোলাম মোস্তফার বর্ণাঢ্য জীবনের অবসান কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আমন্ত্রণ, থানায় অনুপস্থিত নবাগত ওসি বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে

যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক নিষিদ্ধের দাবিতে রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর শুরু হয়েছে বড় জমায়েত। এনসিপি, হেফাজত, এবি পার্টি, জামায়াত, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন।

বেলা ২টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই জমায়েতের আনুষ্ঠানিকতা শুরু হয়। যমুনার পশ্চিম পাশে ফোয়ারার সামনে তৈরি অস্থায়ী মঞ্চ থেকে “আওয়ামী লীগ নিষিদ্ধ চাই”, “নো মোর আওয়ামী লীগ” সহ নানা স্লোগান শোনা যায়।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, “আমাদের লড়াই মাত্র শুরু হয়েছে। যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।”

মঞ্চ থেকে চলা বক্তৃতার পাশাপাশি চলে কবিতা আবৃত্তি ও প্রতিবাদী স্লোগান। পরীবাগ থেকে ফোয়ারা পর্যন্ত সড়কে লাল রঙে লেখা হয় বার্তা, “ক্ষমতা না জনতা?” “চেয়ারের লোভ করে যে, আস্তাকুঁড়ে মরে সে।”

বৃহস্পতিবার রাত ১০টা থেকে যমুনার সামনে শুরু হয় অবস্থান কর্মসূচি। এনসিপির দক্ষিণাঞ্চলের নেতা হাসনাত আব্দুল্লাহ এই কর্মসূচির সূচনা করেন।
পরবর্তী সময়ে ধাপে ধাপে যুক্ত হন এনসিপি, হেফাজত, এবি পার্টি, জামায়াত, ছাত্রশিবির ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার সকাল ৮টার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঘোষণা দেন—জুমার পর হবে বড় জমায়েত। পাঁচটি পিকআপ একত্র করে সামিয়ানা দিয়ে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ, যেখান থেকে পুরো কর্মসূচি পরিচালিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট