1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন - RT BD NEWS
সোমবার, ১২ মে ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন ঝিনাইদহের দিঘিরপাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক পরিবার ঘরছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা

প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
পিরোজপুর জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে “মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (১১ মে) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন। এ সময় পিরোজপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ১০ মে ২০২৫, যুগান্তর পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে তার নামে একাধিক গাড়ি, ব্যবসা, চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ আনা হয় যা সম্পূর্ণ কাল্পনিক ও অসত্য। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ও আওয়ামী লীগের কিছু দোষর তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সংবাদটি প্রকাশ করিয়েছে।

তিনি আরও বলেন, “আমার নামে বর্তমানে মাত্র একটি গাড়ি আছে, ২০১৩ সালে কেনা। তার আগেরটি ২০০৫ সালে কেনা হয়েছিল এবং সেটি আমি পরিবর্তন করেছি। সংবাদে উল্লেখিত ‘আগুনে গাড়ি পুড়ে যাওয়ার’ তথ্য সম্পূর্ণ মিথ্যাচার।”

তিনি দাবি করেন, সংবাদে তার নিকটাত্মীয়দের গাড়ি ব্যবসা ও মালিকানা ভুলভাবে তার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে, অথচ তার আত্মীয়রা প্রবাসে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। তার ছেলে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে, তার কোনও ব্যবসা বা ব্যবসায়িক পার্টনারশিপ নেই। এমনকি তার নামে কোনও ইটভাটাও নেই।

চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগের ব্যাপারে লাভলু বলেন, “আমি ভান্ডারিয়া বা পিরোজপুর জেলার কোথাও কোনও টেন্ডার সংক্রান্ত হস্তক্ষেপ করিনি। সংবাদে যা বলা হয়েছে, তা মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন, “বিএনপির বিভিন্ন কমিটি গঠনে কোনো অনিয়ম হয়নি এবং বহিষ্কারের বিষয়ে সংবাদে যা বলা হয়েছে তা ছাত্রদলের অভ্যন্তরীণ বিষয়, এতে আমার হস্তক্ষেপ ছিল না।”

১৯৯৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সংক্রান্ত একটি কাল্পনিক ঘটনাতেও তার ও তার ভাইয়ের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

আঃ ছালাম বাতেন, শেখ শহিদুল্লাহ শহীদ, হাসানুল কবির লীন, আফজাল হোসেন টিপু, শরিফ হোসেন মনি, ইমদাদুল হক মাসুদ, হাসান আল মামুন, সালাউদ্দিন কুমারসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট