1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, কমছে ৩৫ হাজার কোটি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, কমছে ৩৫ হাজার কোটি

২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রস্তাবিত আকার কমিয়ে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরের তুলনায় এই পরিমাণ ৩৫ হাজার কোটি টাকা কম।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক সভায় এই নতুন এডিপি প্রস্তাব অনুমোদিত হয়েছে। আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এডিপিটি চূড়ান্তভাবে পাস হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

নতুন এডিপির আওতায় মোট প্রকল্প সংখ্যা ১ হাজার ১৪২টি। এবারের কর্মসূচিতে মূলত পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হলো—কৌশলগত ও জনবান্ধব খাতগুলোর মাধ্যমে টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করা।

অর্থায়নের বিবরণ:

  • সরকারি তহবিল (জিওবি): ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা

  • বিদেশি ঋণ (প্রকল্প সহায়তা): ৮৬ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের শুরুতে এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। তবে বিভিন্ন অর্থনৈতিক বাস্তবতায় তা পরবর্তীতে হ্রাস করা হয়। নতুন অর্থবছরের এডিপিতে সেই বাস্তবতার প্রতিফলন ঘটেছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাজেট ঘাটতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের বিষয় বিবেচনায় রেখে এডিপি কাঠামো প্রস্তুত করা হয়েছে। তবু সরকারের অগ্রাধিকার খাতগুলোতে যথাযথ বিনিয়োগ নিশ্চিত করার চেষ্টা থাকবে।

২০২৫-২৬ অর্থবছরের এই বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত অনুমোদনের জন্য খুব শিগগিরই এনইসি সভায় উপস্থাপন করা হবে। সেখানেই সর্বশেষ পরিমাণ ও প্রকল্প কাঠামো চূড়ান্ত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট