1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

দ্বিতীয় দফায় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
দ্বিতীয় দফায় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বিতীয় দফায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (২৫ মে ২০২৫) বিকেল ৫টায় রাজধানীর যমুনা সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের প্রথম ধাপে প্রধান উপদেষ্টা ১০ জন রাজনীতিবিদের সঙ্গে মতবিনিময় করেন। এই ধাপে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

এরপর সন্ধ্যা ৬টার পর দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেন ইসলামী দলগুলোর নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক সংকট, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, ও নতুন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবনা নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে শনিবার (২৪ মে) প্রথম দফার বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন রাজনৈতিক সমঝোতার পথ তৈরি হতে পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনায় প্রধান উপদেষ্টা জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের ভিত্তি তৈরি করতে চান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট