1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে নতুন মাত্রা যোগ করেছে নেপাল। ত্রিপক্ষীয় চুক্তির আওতায় দেশটি ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে। শনিবার (১৪ জুন) রাত থেকে এই বিদ্যুৎ রপ্তানি কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে নেপালের বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র।

নেপাল থেকে বাংলাদেশে রপ্তানিকৃত বিদ্যুৎ ভারতের বিদ্যুৎ ট্রান্সমিশন লাইন ব্যবহার করে প্রবেশ করছে। মুজাফফরপুর-বাহারামপুর হয়ে বাংলাদেশের ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রে এই বিদ্যুৎ প্রবেশ করছে। এই ট্রান্সমিশন লাইনটি ভারতের ৪০০-কেভি ক্ষমতার।

২০২৩ সালের ৩ অক্টোবর নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা করা হয়।

এটি হচ্ছে নেপালের পক্ষে প্রথমবারের মতো বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই চুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সহযোগিতার একটি কার্যকর মডেল স্থাপন হলো। একদিকে নেপাল তাদের উৎপাদিত জলবিদ্যুৎ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, অন্যদিকে বাংলাদেশ নতুন উৎস থেকে বিদ্যুৎ পেয়ে সরবরাহে বৈচিত্র্য আনছে।

প্রথম ধাপে পাঁচ মাসব্যাপী এই বিদ্যুৎ রপ্তানির কার্যক্রম চলবে। চুক্তি সফলভাবে বাস্তবায়ন হলে ভবিষ্যতে আরও বড় আকারে বিদ্যুৎ আমদানির পথ উন্মুক্ত হবে বলে আশা প্রকাশ করেছে জ্বালানি বিশেষজ্ঞরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট